You will be redirected to an external website

ব্রিটেনে পরমাণু মিসাইল মোতায়েন আমেরিকার! রাশিয়াকে কোন বার্তা ট্রাম্পের

America deploys nuclear missiles in Britain! What message does Trump have for Russia?

ব্রিটেনে পরমাণু মিসাইল

ব্রিটেনে পরমাণু মিসাইল মোতায়েন করেছে আমেরিকা। সংবাদ সংস্থা সূত্রে খবর, ১৬ জুলাই মার্কিন বায়ুসেনা বিমানে নিউ মেক্সিকোর কির্টল্যান্ড বায়ুসেনা ঘাঁটি থেকে উড়িয়ে ব্রিটেনের শহর লেকেনহিথে নিয়ে যাওয়া হয়েছে। মনে করা হচ্ছে, এর মাধ্যমে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ওয়াশিংটন বার্তা দিল যে এখনও ইউরোপীয় নিরাপত্তা রক্ষায় দায়বদ্ধ তারা।

নিউ মেক্সিকোর আলবুকার্কের কির্টল্যান্ড বিমান ঘাঁটিকে মার্কিন বিমান বাহিনীর পারমাণবিক অভিযানের কেন্দ্র বলা হয়। এটি বিশ্বের বৃহত্তম পারমাণবিক অস্ত্র সংরক্ষণ কেন্দ্র। মার্কিন পারমাণবিক অস্ত্রাগারের একটি বড় অংশ এখানে রাখা হয়। এবার সেখান থেকেই উড়িয়ে নিয়ে যাওয়া হল পরমাণু মিসাইল। পুরো বিষয়টিকে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। এই ধরনের বড় সিদ্ধান্ত মার্কিন প্রেসিডেন্টই নেন। এক্ষেত্রেও ট্রাম্পের নির্দেশেই ওই পারমাণবিক অস্ত্র ইংল্যান্ডে পৌঁছানো হল বলেই জানা গিয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উপর বেজায় ক্ষিপ্ত। দ্বিতীয়বার আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পরই রাশিয়া ও ইউক্রেন যুদ্ধ থামাতে অতি তৎপর হন ট্রাম্প। প্রতিবারই পুতিনের তরফে সদর্থক বার্তা দেওয়া হলেও যুদ্ধবিরতির পথে তিনি আসেননি। বরং দিন দিন হামলার ঝাঁজ আরও বাড়িয়েছে মস্কো। ফলে এখন জেলেনস্কির সঙ্গে তিক্ততা কাটিয়ে ফের ইউক্রেনের ঢাল হয়ে দাঁড়াচ্ছে আমেরিকা। এবার ব্রিটেনে পারমাণবিক অস্ত্র পাঠিয়েও তারা রাশিয়াকে বড় বার্তা দিল বলেই নিশ্চিত।

AUTHOR :Express News Desk

নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ! মার্কিন বিদেশ সচিবের সঙ্গে ফোনালাপে অন্তর্বর্তী সরকারের প্রধান মুহাম্মদ ইউনূস Read Previous

নির্বাচনের প্রস্তুতি নি...

Buying oil from Iran is a crime! US sanctions 6 Indian companies Read Next

ইরানের কাছে তেল কেনা অপর...