ছবিঃ ইন্টারনেট
পাকিস্তানের সঙ্গে বাণিজ্যচুক্তির পরেই শুল্কের পরিমাণ কমিয়ে দিল আমেরিকা। এক কথায় পাক-প্রেমে মজে ডোনাল্ড ট্রাম্প। পাকিস্তানের উপর চাপানো শুল্কের পরিমাণও কমিয়ে দিল আমেরিকা। কিন্তু ভারতের উপর এখনও ২৫ শতাংশ শুল্ক বহাল থাকছে। শুক্রবার থেকে কার্যকর হচ্ছে নয়া শুল্কহার। ভারত ছাড়া আরও বেশ কয়েকটি দেশেও নতুন করে শুল্ক চাপানোর ঘোষণা করেছেন ট্রাম্প।
বৃহস্পতিবার নতুন এক্সিকিউটিভ অর্ডার সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট। সেখানে বলা হয়, ‘একাধিক দেশের সঙ্গে দর কষাকষি হলেও বাণিজ্যিক বৈষম্য ঘোচানো যায়নি। আমেরিকার আর্থিক এবং জাতীয় স্বার্থের পরিপূরক হতে পারেনি তারা।’ নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্তা জানান, আগামী দিনে আরও বেশ কয়েকটি বাণিজ্যচুক্তি করতে চলেছে আমেরিকা। কিন্তু সেই তালিকায় ভারতের নাম রয়েছে কিনা তা জানা যায়নি।
এদিনের ঘোষণা অনুযায়ী, শুক্রবার থেকে ভারতকে ২৫ শতাংশ শুল্ক গুণতে হবে। সিরিয়াকে ৪১ শতাংশ, ব্রাজিলকে ৫০ শতাংশ, সুইজারল্যান্ডকে ৩৯, তাইওয়ানকে ২০ শতাংশ কর দিতে হবে। কিন্তু পাকিস্তানের শুল্ক ২৯ শতাংশ থেকে কমে দাঁড়াল ১৯ শতাংশে। প্রসঙ্গত, ভারতের উপর শুল্ক চাপিয়েই পাকিস্তানের সঙ্গে বাণিজ্যচুক্তি সেরে ফেলে আমেরিকা। ট্রাম্প জানান, পাকিস্তানে যে তেলের ভাণ্ডার রয়েছে তার উন্নতিসাধনের জন্য দু’দেশ একসঙ্গে কাজ করবে।
উল্লেখ্য, বুধবার ভারতের উপর ২৫ শতাংশ শুল্ক আরোপের কথা ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট। ১ আগস্ট থেকে নতুন শুল্কহার কার্যকর হবে। ট্রম্প সাফ জানিয়ে দেন, রাশিয়া থেকে কমদামি তেল কেনার ‘সাজা’ হিসাবেই ভারতকে এই অতিরিক্ত শুল্ক গুণতে হচ্ছে। ট্রাম্পের এই শুল্কবাণের পালটা বিবৃতি দেয় ভারতও। নয়াদিল্লি জানিয়েছে, জাতীয় স্বার্থকে সুরক্ষিত করতে সমস্ত রকম পদক্ষেপ করবে সরকার।