You will be redirected to an external website

অ্যাপলের শীর্ষপদে ভারতীয়! সিওও হচ্ছেন উত্তরপ্রদেশের সাবিহ খান

An Indian at the top of Apple! Uttar Pradesh's Sabih Khan becomes COO

সাবিহ খান

বিশ্বখ্যাত তথ্যপ্রযুক্তি সংস্থা অ্যাপলের শীর্ষস্থানে জায়গা পেলেন আরোও এক ভারতীয়। মঙ্গলবার অ্যাপল তাদের চিফ অপারেটিং অফিসারের (সিওও) নাম ঘোষণা করেছে। জেফ উইলিয়ামসের স্থলাভিষিক্ত হতে চলেছেন সাবিহ খান। ভারতীয় এই মানুষটি বর্তমানে অ্যাপল সংস্থার অন্যতম সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসেবে কর্মরত ছিলেন।

আমেরিকায় তথ্যপ্রযুক্তির পীঠস্থান সিলিকন ভ্যালির শীর্ষস্থানে জায়গা করে নিতে চলেছেন আরও এক ভারতীয়। সংস্থা সূত্রে খবর চলতি মাসের শেষেই তিনি সংস্থার সিওও-র দায়িত্ব নিতে চলেছেন। সাবিহ খানের জন্ম উত্তরপ্রদেশের মোরাদাবাদে হলেও তাঁর বেড়ে ওঠা দেশের বাইরেই। তিনি রেনসেলার পলিটেকনিক ইনস্টিটিউট (আরপিআই) থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর ডিগ্রিও অর্জন করে কর্মসূত্রে আমেরিকায় স্থায়ী বসবাস করেন। তথ্যসূত্রে জানা গেছে ১৯৯৫ সালে সাবিহ খান অ্যাপলে যোগ দেন। বহু বছর ধরে সংস্থার নানান প্রজেক্টের উপর করা করেছেন তিনি। ২০১৯ সালে তিনি অ্যাপলের সিনয়র ভাইস প্রেসিডেন্টের পদ সামলাচ্ছেন।

অ্যাপল তাদের প্রকাশিত বিবৃতিতে স্পষ্ট জানিয়েছে, আন্তর্জাতিক স্তরের জোগান, পরিকল্পনা, কাঁচালমাল সংগ্রহ, কর্মী সুরক্ষা ইত্যাদি দায়িত্ব পালন করার পাশাপাশি পরিবেশ সচেতনতা নিয়ে উল্লেখ্যযোগ্য কাজ করেছেন সাবিহ। যা কার্বন নির্গমন ৬০ শতাংশ কমাতে সাহায্য করেছে।  

AUTHOR :Express News Desk

নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ! মার্কিন বিদেশ সচিবের সঙ্গে ফোনালাপে অন্তর্বর্তী সরকারের প্রধান মুহাম্মদ ইউনূস Read Previous

নির্বাচনের প্রস্তুতি নি...

The day of Shubangshu's return to Earth is approaching! NASA announces the date of the 'undocking' process Read Next

শুভাংশুদের পৃথিবীতে ফের...