শেষ মুহূর্তের প্রস্তুতি পরিদর্শনে সভামঞ্চে মুখ্যমন্ত্রী! খুঁটিয়ে দেখলেন প্রস্তুতি |
ভিয়েতনামে পর্যটকবাহী নৌকা উল্টে ভয়াবহ দুর্ঘটনা, মৃত কমপক্ষে ২৭
হালং উপসাগরে দুর্ঘটাগ্রস্থ নৌকা
ভিয়েতনামে হালং উপসাগরে পর্যটকবাহী নৌকা উল্টে বিপত্তী। মৃত্যু হয়েছে প্রায় ২৭ জন পর্যটকের। নিখোঁজ আরও অনেকে। যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধারকাজ।
ভিয়েতনামের জনপ্রিয় পর্যটনকেন্দ্র হালং উপসাগর। সেখানেই প্রায় ৫৩ জন পর্যটক নিয়ে একটি যাত্রীবাহি নৌকা যায় ওই উপসাগরে। সঙ্গে ছিলেন ৫ জন ‘ক্রু’। স্থানীয় সময় দুপুর ১টা ৪৮ মিনিট নাগাদ ডাউগো গুহার কাছে ভয়াবহ দুর্যোগের কবলে পড়ে নৌকাটি। দক্ষিণ চীন সাগর হয়ে আসা ঝড় ‘উইফা’ উপকূলে আঘাত হানার সময় নৌকাটি উল্টে যায়। এসময় সেখানে প্রবল বাতাস, ভারী বৃষ্টিপাত ও বজ্রপাত হচ্ছিল। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ এবং উদ্ধারকারী দল।
ওই দেশের সংবাদ সংস্থা সূত্রে খবর, সেখান থেকে ২৭ জনের মৃতদেহ উদ্ধার হয়েছে। যার মধ্যে বেশ কয়েকজন শিশু রয়েছে। ১১ জনকে জীবিক উদ্ধার করা গেছে। বাকিরা এখনও নিখোঁজ। রাতে উপসাগরে প্রাকৃতিক আবহাওয়া খারাপ হওয়ায় উদ্ধার কাজ ব্যাহত হয়। রবিবার সকাল থেকে ফের তা শুরু হয়েছে। জানা গেছে, অধিকাংশ যাত্রীই রাজধানী হ্যানয় থেকে আসা পরিবার।
ভিয়েতনামের হালং উপসাগর পর্যটকদের কাছে অত্যন্ত আকর্ষণীয় একটি জায়গা। এটি ইউনেস্কোর দ্বারা চিহ্ণিত একটি সাইট। তাই সারা বছরই পৃথিবীর নানা প্রান্ত থেকে পর্যটক সেখানে ভীড় জমায়। তবে কি কারণে এমন ঘটনা ঘটল তা খতিয়ে দেখতে বিশেষ তৎপর পুলিশ।
এদিকে ঘটনায় শোকপ্রকাশ করেছেন ভিয়েতনামের প্রধানমন্ত্রী ফাম মিন চিন। একইসঙ্গে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে থাকারও আশ্বাস দিয়েছেন তিনি।