You will be redirected to an external website

ব্রহ্মপুত্র নদীতে বাঁধ নির্মাণ করছে বেজিং, অরুণাচলকে কীসের নিশানা চিনের?

Beijing is building a dam on the Brahmaputra River, what is China's target in Arunachal Pradesh?

ছবিঃ ইন্টারনেট

ভারতের আপত্তিকে পাত্তা না দিয়েই ব্রহ্মপুত্র নদের উপর বিরাট বাঁধ নির্মাণের কাজ শুরু করেছে চিন।  ১৬ হাজার ৭৮০ কোটি মার্কিন ডলারের এই প্রকল্পের ঘোষণা করেন চিনের প্রিমিয়ার লি কিয়াং। আগেই এই প্রকল্পের বিষয়টি জানা গিয়েছিল তবে শনিবার সরকারিভাবে প্রকল্পের ঘোষণা করল চিন। উল্লেখ্য, এই প্রকল্প নিয়ে আগেই উদ্বেগ প্রকাশ করেছিলেন অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী পেমা খাণ্ডু।

বিরাট মাপের এই হাইড্রোপাওয়ার প্রকল্পটি বিশ্বের বৃহত্তম বাঁধ হিসাবে আত্মপ্রকাশ করতে চলেছে। ১৬ হাজার ৭৮০ কোটি মার্কিন ডলার ব্যয়ে তৈরি হওয়া এই প্রকল্পে প্রতি বছর ৩০ হাজার কোটি কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদন হতে পারে। তার ফলে ৩০ কোটি মানুষের কাছে বিদ্যুৎ পৌঁছবে। গোটা প্রকল্পে থাকবে পাঁচটি কাসকেড পাওয়ার স্টেশন। তবে এই প্রকল্পের কাজ কবে শেষ হতে পারে তা এখনও জানা যায়নি।

এদিকে এই বাঁধ নিয়ে উদ্বেগ প্রকাশ করে অরুণাচলের প্রধানমন্ত্রী জানিয়েছেন, "চিনকে বিশ্বাস করা যায়না। এই বাঁধ নির্মাণ করে ওরা সামরীক আগ্রাসনের থেকেও ভয়ঙ্কর কিছু করতে পারে। সেই সঙ্গে এই বাঁধ নির্মাণ করলে তাদের অস্তিত্বের সংকট দেখা দেবে বলেও দাবি করেছেন।"

উল্লেখ্য, যেহেতু আন্তর্জাতিক জলবণ্টন চুক্তিতে নেই চিন, তাই এই বাঁধের অপব্যবহার করতে পারে তারা। বাঁধ তৈরি হওয়ার পর কখনও যদি চিন আচমকা জল ছেড়ে দেয় তাহলে অরুণাচলের সিয়াং একেবারে ভেসে যাবে। আবার কখনও বাঁধ দিয়ে গোটা ব্রহ্মপুত্রের জলই নিজেরা নিয়ে নিতে পারে চিন। এছাড়াও বাঁধ তৈরি হলে ভূতাত্ত্বিক কিছু সমস্যাও হতে পারে। তার জেরে অরুণাচলে ভূমিকম্পের মতো প্রাকৃতিক বিপর্যয়ের সম্ভাবনাও বাড়তে পারে। এহেন পরিস্থিতিতে কেন্দ্রের কাছে খাণ্ডুর আবেদন, চিনের ‘ষড়যন্ত্র’ রুখতে পালটা পদক্ষেপ করা উচিত। তাঁর পরামর্শ, ভারতও পালটা বাঁধ দিক ব্রহ্মপুত্রে।

AUTHOR :Express News Desk

নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ! মার্কিন বিদেশ সচিবের সঙ্গে ফোনালাপে অন্তর্বর্তী সরকারের প্রধান মুহাম্মদ ইউনূস Read Previous

নির্বাচনের প্রস্তুতি নি...

Disaster at sea! Massive fire breaks out on passenger ship, five dead Read Next

মাঝ সমুদ্রে বিপত্তী! যাত...