তৃণমূল নেতা রাজ্জাক খুনের পিছনে ISF যোগ! রেজাউল মোল্লা গ্রেফতারিতে দাবি শোওকত মোল্লার |
ইউক্রেনকে সামরিক সাহায্য ব্রিটেনের! দেওয়া হচ্ছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা
ফাইল চিত্র
রাশিয়াকে ঠেকাতে ইউক্রেনের পাশে ব্রিটেন। ইউক্রেনকে ৫০০০টি থ্যালেস আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করবে ব্রিটেন। যা রাশিয়ার বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা ঠেকাতে সাহায্য করবে।সংবাদ সংস্থা সূত্রে জানা গেছে , ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ের স্টার্মান জানিয়েছেন, ইউক্রেনকে রক্ষা করতে এবং শান্তি ফেরাতে ব্রিটেন ইউক্রেনের পাঁচ দফা চুক্তি হয়েছে। তার মধ্যে অন্যতম থ্যালেস প্রদান।
আয়ারল্যান্ডের বেলফাস্টে থ্যালেসের ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্র। সেখান থেকে আগেই ইউক্রেন সেনাকে হালকা মাল্টিরোল ক্ষেপনাস্ত্র সরবরাহ করা হয়েছে। হোয়াইট হাউসে ট্রাম্প জেলেনস্কির বৈঠকের পরেই আমেরিকা স্পষ্টভাবে জানিয়ে দেয় কিভকে কোনো সামরীক সাহায্য করবে না ট্রাম্প সরকার। সেই সময় থেকেই ইউক্রেনের পাশে থাকার কথা ঘোষণা করেছিল ব্রিটেন।
ইউরোপের অন্যতম বৃহত্তম অস্ত্র প্রস্তুতকারক সংস্থা ফরাসি মালিকানাধীন কোম্পানি থ্যালেস। পশ্চিমি দুনিয়ার অনেক দেশই তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে।