You will be redirected to an external website

ইরানের কাছে তেল কেনা অপরাধ! ৬ ভারতীয় কোম্পানির উপর নিষেধাজ্ঞা আমেরিকার

Buying oil from Iran is a crime! US sanctions 6 Indian companies

তেলবাহী জাহাজ

ভারতের উপর মার্কিন শুল্কো নিয়ে বেশ কয়েকদিন ধরেই চাপানউতর চলছিল। সেই আবহে বুধবার ভারতীয় পণ্যের উপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছে ড্রাম্প সরকার। এখানেই শেষ নয় ইরানের থেকে পেট্রোল এবং পেট্রোলিয়ামজাত পণ্য কেনার ‘অপরাধে’ ৬টি ভারতীয় কোম্পানির উপর নিষেধাজ্ঞা জারি করল আমেরিকা। হোয়াইট হাউস সূত্রে খবর, মার্কিন পরমাণু চুক্তির প্রস্তাব না মানা ইরানের সঙ্গে বাণিজ্য অব্যাহত রেখে কার্যত মার্কিন নিষেধাজ্ঞাকে অবজ্ঞা করেছে এই ভারতীয় সংস্থাগুলি। সেই কারণেই তাঁদের নেমে এসেছে খাঁড়ার ঘা।

সম্প্রতিই সংঘাত বেধেছিল ইরান-ইজরায়েলের। আমেরিকার দাবি, ইরান জ্বালানি বিক্রি করে, সেই অর্থ মধ্য় প্রাচ্যে সংঘাতে উসকানি দিতে, সন্ত্রাসবাদে মদত দিতে খরচ করে। সংঘাতের সময়ই ইরানের উপরে নিষেধাজ্ঞা চাপিয়েছিল আমেরিকা। আর তাদের কাছ থেকে তেল কেনার জন্যই ভারতের ৬ কোম্পানি রোষানলে পড়ল আমেরিকার।

মার্কিন স্টেট ডিপার্টমেন্টের বিবৃতিতে জানানো হয়েছে, ইরান মধ্য প্রাচ্যে অস্থিরতা তৈরি করায় ইন্ধন দিচ্ছে। আমেরিকা তাদের এই রাজস্বের গতিকে নিয়ন্ত্রণে আনতে পদক্ষেপ করছে। ঘোষণা করা হয় যে ২০টি সংস্থার উপরে নিষেধাজ্ঞা বা স্যাংশন করা হচ্ছে ইরানের সঙ্গে বাণিজ্য করার জন্য। এর মধ্যে ৬টি সংস্থা ভারতের।

জানা গিয়েছে, ভারতের অ্যালকেমিস্ট সলিউশন প্রাইভেট লিমিটেড, গ্লোবাল ইন্ডাস্ট্রিয়াল কেমিক্যাল লিমিটেড, জুপিটার ডাই কেম প্রাইভেট লিমিটেড, রামনিকলাল এস গোসালিয়া অ্যান্ড কোম্পানি, পারসিসটেন্ট পেট্রোকেম প্রাইভেট লিমিটেডের উপরে নিষেধাজ্ঞা জারি করেছে।

এর মধ্যে অ্যালকেমিস্ট সলিউশন প্রাইভেট লিমিটেডের উপরে সবথেকে বড় নিষেধাজ্ঞা চাপানো হয়েছে। অভিযোগ, ভারতীয় এই সংস্থাটি ইরানের একাধিক কোম্পানির কাছ থেকে ২০২৪ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর মাসের মধ্যে ৮৪ মিলিয়ন ডলারের পেট্রোকেমিক্যাল পণ্য কিনেছিল। গ্লোবাল ইন্ডাস্ট্রিয়াল কেমিক্যালস লিমিটেড ৫১ মিলিয়ন ডলারের পণ্য আমদানি ও কিনেছিল ইরানের থেকে।

AUTHOR :Sukanya Majumder

Sukanya Majumdar is a Copywriter and Social Media Desk Personnel at Express News. She holds a Bachelor's degree in Mass Communication from Burdwan University and a Diploma in Media Science from MAKAUT. Additionally, she has completed practical training in News Reading and Copy Editing from Fox Media School. With a strong foundation in both traditional and digital media, Sukanya brings clarity, creativity, and precision to every piece of content she crafts.

নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ! মার্কিন বিদেশ সচিবের সঙ্গে ফোনালাপে অন্তর্বর্তী সরকারের প্রধান মুহাম্মদ ইউনূস Read Previous

নির্বাচনের প্রস্তুতি নি...

25 percent tariff on India, US signs trade deal with Pakistan! Read Next

ভারতের উপর ২৫ শতাংশ শুল্...