You will be redirected to an external website

ভয়াবহ বন্যা পরিস্থিতি চিনে! বানভাসি বেজিংয়ে মৃত ৩০, ঘরছাড়া ৮০ হাজার মানুষ

China reports severe flooding, 30 dead, 80,000 homeless in Beijing

বন্যা বিপর্যস্ত বেজিং

প্রাকৃতির রোষে চিন। রাজধানী বেজিং সহ চিনের একাধিক জায়গায় ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। একটানা ঝড়বৃষ্টিতে মৃত্যু হয়েছে অন্তত ৩০ জনের। ঘর ছাড়া প্রায় ৮০ হাজার মানুষ। মানুষের পাশে দাঁড়াচ্ছে প্রশাসন। কাজ করছে বিপর্যয় মোকাবিলা বাহিনী।

বেজিং শহরের পৌরনিগমের বন্য়া নিয়ন্ত্রণ দপ্তর জানিয়েছে, উত্তর শহরতলির পাহাড়ি এলাকায় মিউন এবং ইয়ানকিংয়ে সব থেকে বেশি ৫৪৩.৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে। শুধু মিউনেই মৃত্যু হয়েছে ২৮ জনের। ২ জন মারা গিয়েছেন ইয়ানকিংয়ে। একটানা দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩১টি গুরুত্বপূর্ণ রাস্তা। বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন হয়ে অন্ধকার নেমেছে ১৩৬টি গ্রামে। উদ্ধারকারী দল হেলিকপ্টার ব্যবহার করে আটকে পড়া লোকজনকে বের করে আনছেন বলে জানা গিয়েছে।

বছরের এই সময়টায় প্রচণ্ড বৃষ্টিপাত হয় বেজিংয়ে। ২০১২ সালের জুলাই মাসে বন্যায় ৭৯ জনের মৃত্যু হয়েছিল, যেটি ছিল এখন পর্যন্ত সবচেয়ে ভয়াবহ বন্যা। বেজিংয়ে এবং চিনের অন্য প্রদেশে দুর্যোগ পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন প্রেসিডেন্ট শি জিনপিং। তিনি পুলিশ, দমকল, বিপর্যয় মোকাবিলা বাহিনী-সহ সমস্ত জরুরি বিভাগে যুদ্ধকালীন তৎপরতায় কাজ করার নির্দেশ দিয়েছেন।

AUTHOR :Sukanya Majumder

Sukanya Majumdar is a Copywriter and Social Media Desk Personnel at Express News. She holds a Bachelor's degree in Mass Communication from Burdwan University and a Diploma in Media Science from MAKAUT. Additionally, she has completed practical training in News Reading and Copy Editing from Fox Media School. With a strong foundation in both traditional and digital media, Sukanya brings clarity, creativity, and precision to every piece of content she crafts.

নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ! মার্কিন বিদেশ সচিবের সঙ্গে ফোনালাপে অন্তর্বর্তী সরকারের প্রধান মুহাম্মদ ইউনূস Read Previous

নির্বাচনের প্রস্তুতি নি...

America deploys nuclear missiles in Britain! What message does Trump have for Russia? Read Next

ব্রিটেনে পরমাণু মিসাইল ...