You will be redirected to an external website

'ইচ্ছাকৃত হামলা'! চীনে আয়োজিত এসসিও সম্মেলনে পাকিস্তানকে তুলোধোনা জয়শংকরের

'Deliberate attack'! Jaishankar slams Pakistan at SCO summit in China

বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর

সম্প্রতি এসসিও বৈঠকে চিনে গিয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। সেখানে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করছেন তিনি। বৈঠক থেকেই সন্ত্রাসবাদ ইস্যুতে চিনের সামনেই নাম না করে পাকিস্তানকে কড়া ভাষায় আক্রমণ করলেন এস জয়শঙ্কর। তিনি  বলেন, ভারত সন্ত্রাসবাদকে কোনওভাবেই বরদাস্ত করবে না। ভারত নিজের মতো করে সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেবে। সন্ত্রাসবাদ, বিচ্ছিন্নতাবাদ ও চরমপন্থাকে ‘তিন দানব’ বলে উল্লেখ করেন বিদেশমন্ত্রী।

মঙ্গলবার চীন আয়োজিত সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) সম্মেলনে জম্মু ও কাশ্মীরে ২২ এপ্রিলের সন্ত্রাসী হামলা নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে তীব্র তুমুল উত্তেজনা দেখা দিয়েছে । জয়শঙ্কর, দার এবং অন্যান্য এসসিও দেশগুলির বিদেশমন্ত্রীরা উত্তর চীনের তিয়ানজিনে মিলিত হন। এই সম্মেলনের আয়োজক ছিলেন চীনের বিদেশমন্ত্রী ওয়াং ই। সেখানেই  বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর নীরবে পাকিস্তানের উপর আক্রমণ করে পহেলগামে সন্ত্রাসী হামলার বিষয়টি উত্থাপন করেন এবং অভিযোগ করেন যে জম্মু ও কাশ্মীরের পর্যটন অর্থনীতিকে দুর্বল করার পাশাপাশি ভারতে ধর্মীয় বিভাজন তৈরির জন্য এটি ইচ্ছাকৃতভাবে পরিচালিত হয়েছিল। তবে ইসলামাবাদ থেকে তার প্রতিপক্ষ, ইসহাক দার, "বিশ্বাসযোগ্য তদন্ত এবং যাচাইযোগ্য প্রমাণ ছাড়াই" হামলায় পাকিস্তানের ভূমিকা সম্পর্কে ভারতের অভিযোগ প্রত্যাখ্যান করেছেন।

এই সন্ত্রাসবাদী হামলার নিন্দা জানিয়েছিল রাষ্ট্রসংঘ ও এসসিও-এর সদস্যভুক্ত কিছু দেশ। তার জন্য ধন্যবাদ জানান জয়শংকর। পাশাপাশি বলেন, “ওই হামলার পর সন্ত্রাসবাদী ও তাদের মদতদাতাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবি ওঠে। সেই অনুযায়ী ভারত পদক্ষেপ নিয়েছে। আমরা যা করেছি, ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে। এসসিও-র উচিৎ যে লক্ষ্যকে সামনে রেখে এই সংগঠন তৈরি করা হয়েছিল তার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থাকা এবং সমস্ত চ্যালেঞ্জের বিরুদ্ধে দৃঢ় পদক্ষেপ নেওয়া।”

AUTHOR :Sukanya Majumder

I am Sukanya Majumdar. I have completed a Bachelor's degree in Mass Communication from Burdwan University and a Diploma in Media Science from MAKAUT. I have also completed a practical course in News Reading and Copy Editing from Fox Media School. Currently, I am working as a Copywriter and Social Media Desk Personnel at Express News.

নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ! মার্কিন বিদেশ সচিবের সঙ্গে ফোনালাপে অন্তর্বর্তী সরকারের প্রধান মুহাম্মদ ইউনূস Read Previous

নির্বাচনের প্রস্তুতি নি...

Gopalganj, a battlefield in Bangladesh Curfew imposed, four killed in gun and grenade attacks Read Next

সংঘর্ষ-ভাঙচুরে রণক্ষেত্...