You will be redirected to an external website

মাঝ সমুদ্রে বিপত্তী! যাত্রীবাহি জাহাজে ভয়াবহ অগ্নিকাণ্ড,মৃত পাঁচ

Disaster at sea! Massive fire breaks out on passenger ship, five dead

অভিশপ্ত সেই জাহাজ

ইন্দোনেশিয়ায় মাঝসমুদ্রে জাহাজে আগুন। যাত্রীবাহি বিশাল জাহাজে ভয়াবহ আগ্নিকান্ডে মৃত্যু হয়েছে কমপক্ষে ৫জনের। রবিবার দুপুরে ঘটনাটি ঘটেছে ইন্দোনেশিয়ার সুলায়েসি দ্বিপের কাছে। জানা গেছে, ওই জাহাজটিতে আচমকা আগুন ধরে গেলে বেশ কিছু যাত্রী প্রাণ রক্ষায় সমুদ্রে ঝাঁপ দেন। 

সংবাদ সংস্থা সূত্রে জানা গেছে, কেএম বার্সিলোনা ৫ নামের ওই জাহাজটি উত্তর সুলায়েসি প্রদেশের রাজধানী মানাডোর দিকে যাচ্ছিল। জাহাজটিতে ৩০০ জন যাত্রী ছিলেন। স্থানীয় সময় রবিবার দুপুর দেড়টা নাগাদ জাহাজটিতে আগুন ধরে যায়। উপরের ডেকগুলি দাউদাউ করে জ্বলতে শুরু করে। কালো ধোঁয়ায় ঢেকে যায় আশাপাশ। যাত্রীরা প্রাণ বাঁচাতে লাইফ জ্যাকেট পরে সমুদ্রে ঝাঁপ দেন। এমনই দৃশ্য দেখা গেছে সমাজমাধ্যমে। 

ইন্দোনেশিয়ার সমুদ্র নিরাপত্তা সংস্থা ‘বাকামলা’ জানিয়েছে, জাহাজটিতে ৩০০ জন যাত্রী ছিলেন। “দুর্ঘটনায় এখনও পর্যন্ত ৫ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। ২৮৪ জন জনকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে।” উদ্ধার হওয়া যাত্রীদের একজন পুলিশকর্মীর স্ত্রী। ইন্দোনেশিয়ার স্থানীয় সংবাদমাধ্য়মকে তিনি জানান, প্রায় এক ঘণ্টা ধরে তাঁরা জলের মধ্যে ভাসছিলেন। তার পরে তাঁদের উদ্ধার করতে পৌঁছায় নৌসেনা।  তবে কী কারণে জাহাজে আগুন লাগল, তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে।

AUTHOR :Sukanya Majumder

Sukanya Majumdar is a Copywriter and Social Media Desk Personnel at Express News. She holds a Bachelor's degree in Mass Communication from Burdwan University and a Diploma in Media Science from MAKAUT. Additionally, she has completed practical training in News Reading and Copy Editing from Fox Media School. With a strong foundation in both traditional and digital media, Sukanya brings clarity, creativity, and precision to every piece of content she crafts.

নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ! মার্কিন বিদেশ সচিবের সঙ্গে ফোনালাপে অন্তর্বর্তী সরকারের প্রধান মুহাম্মদ ইউনূস Read Previous

নির্বাচনের প্রস্তুতি নি...

A repeat of the Abedabad incident! Navy plane crashes into school in Dhaka Read Next

আবেদাবাদের ঘটনার 'পুনরা...