You will be redirected to an external website

দহন জ্বালায় পুড়ছে ইউরোপ! স্পেনে পারদ ছুঁলো ৪৬ ডিগ্রি,বন্ধ একাধিক স্কুল, বিশেষ সতর্কতা জারি

দহন জ্বালায় পুড়ছে ইউরোপ! স্পেনে পারদ ছুঁলো ৪৬ ডিগ্রি,বন্ধ একাধিক স্কুল, বিশেষ সতর্কতা জারি

গরমে নাজেহাল ইউরোপ

তাপপ্রবাহে নাজেহাল ইউরোপ। শেষ কবে এত গরমে কষ্ট পেয়েছে ইটালি, ফ্রান্স, স্পেনের মতো দেশগুলি, তা মনে করতে পারছেন না অনেকেই। তবে গত কয়েক দিনে নাজেহাল অবস্থা ইউরোপের বিভিন্ন দেশের নাগরিকদের। প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে না-বেরোনোর পরামর্শ দেওয়া হচ্ছে।

গত কয়েক দিনে স্পেনে সর্বোচ্চ তাপমাত্রা ৪৬ ডিগ্রির বেশি। অবস্থা এমনই যে ফ্রান্সের ইমানুয়েল ম্যাঁক্রো সরকার দেশের ১৯০০ স্কুল বন্ধ করে দিয়েছে। মাত্রাতিরিক্ত তাপপ্রবাহে ইটালির ১৭টি শহরে জারি হয়েছে সতর্কতা। প্রভাব পড়ছে ঐতিহ্যবাহী উইম্বলডন টেনিস চাম্পিয়নশিপ এবং আমেরিকারয় চলা ক্লাব বিশ্বকাপেও।

প্রধানত শীতের দেশের গ্রীষ্মের তাপমাত্রা থাকে আরামদায়ক। কিন্তু বিশ্ব উষ্ণায়ণের প্রভাবে গত এক দশকে ইউরোপেও লাগামছাড়া গরম পড়ছে। গত কয়েক দিনে তেমন গরেমেই নেজাল অবস্থা ফ্রান্স-স্পেন-ইটালির পাশাপাশি আমেরিকা-কানাডার। কোথাও কোথাও গরমের আগের সব রেকর্ড ভাঙছে। কোথাও ৪০ ডিগ্রি সেলসিয়াস, আবার কোথাও ৪৬ ডিগ্রি, কোথাও কোথাও আবার তাপমাত্রা ৫০ ডিগ্রি ছুঁইছুঁই। 

দাবদহের জেরে তুরস্কের জঙ্গলে দাবানল দেখা দিয়েছে। বিশেষজ্ঞ বক্তব্য, উষ্ণায়নের জেরে গোটা বিশ্বেই তাপমাত্রা ঊর্ধমুখী, তবে ইউরোপে দ্বিগুণ গতিতে গরম বাড়ছে। সবচেয়ে খারাপ পরিস্থিতি উত্তর গোলার্ধের ফ্রান্স, স্পেন, পর্তুগাল, ইটালি, গ্রিস এবং সুইৎজারল্যান্ডের। 

AUTHOR :Express News Desk

নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ! মার্কিন বিদেশ সচিবের সঙ্গে ফোনালাপে অন্তর্বর্তী সরকারের প্রধান মুহাম্মদ ইউনূস Read Previous

নির্বাচনের প্রস্তুতি নি...

শেখ হাসিনার শাস্তি ঘোষণা, ছ’মাসের কারাদণ্ড দিল বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল Read Next

শেখ হাসিনার শাস্তি ঘোষণ...