ইজরায়েলী হামলায় ধ্বংস গাজার গির্জা
ইজরায়েলি হামলায় নিশ্চিহ্ণ গাজা ভূখণ্ডের একমাত্র গির্জা হোলি ফ্যামিলি চার্চ। সেখানে ক্ষেপণাস্ত্র হামালায় যাজক গ্যাব্রিয়েল রোমালেনিও-সহ তিন জনের মৃত্যু হয়। পাশাপাশি আহত হয়েছেন আরও অন্তত ১০ জন।
পোপ রবার্ট ফ্রান্সিস প্রিভোস্ট ওরফে চতুর্দশ লিও ইজ়রায়েলি হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন। ভ্যাটিকানের বিবৃতির পরে তেল আভিভের সমালোচনায় সরব হয়েছে একাধিক পশ্চিমী দেশ। জ়েরুসালেমের রোমান ক্যাথলিক প্রধান গ্যাব্রিয়েল রোমানেল্লি সরাসরি নিন্দা করেন প্যালেস্টাইনি জনগোষ্ঠীর উপর ইজ়রায়েলি হামলার। তার পরেই প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সরকার নিঃশর্ত ক্ষমাপ্রার্থনা করেছে।
জেরুজালেমের রোমান ক্যাথলিক নেতা গ্যাব্রিয়েল রোমানেল্লি জানিয়েছেন, নিহত ছাড়াও হামলায় গির্জার অনেকে আহত হয়েছেন। আর ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি বলেছেন, বেসামরিক লোকজনের বিরুদ্ধে মাসের পর মাস ধরে ইসরায়েল যে হামলা চালিয়ে যাচ্ছে, তা গ্রহণযোগ্য নয়। তবে এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি ভ্যাটিকান।
এদিকে গাজায় যুদ্ধবিরতি নিয়ে কাতারের রাজধানী দোহায় চলমান আলোচনা স্থগিত রয়েছে। এর জন্য উপত্যকাটিতে ইসরায়েলি বাহিনীর উপস্থিতি নিয়ে দেশটির নতুন পরিকল্পনাকে দুষছেন হামাস নেতারা।