ধৃত গুরজিৎ সিং মালহি
আমেরিকায় গ্রেফতার আপ নেতা ঘনিষ্ঠ ভারতীয় নাগরিক। শিশু পর্নোগ্রাফি তৈরীর অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে বলে সূত্রের খবর। ধৃতের নাম গুরজিৎ সিং মালহি। ব্যক্তির পাঞ্জাবের মুখ্যমন্ত্রী তথা আপ নেতা ভগবন্ত মানের পরিবারের সঙ্গে অভিযুক্তের ছবি ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। এরপর পাঞ্জাবে তুমুল উত্তেজনা ছড়িয়েছে। বিষয়টিকে কোন্দ্র করে রাজনৈতিক ভাবে আপকে বিঁধেছে কংগ্রেস ও বিজেপি।
জানা গেছে গত শুক্রবার শিশু পর্নোগ্রাফির ভিডিও রাখার অভিযোগে গুরজিৎ সিং মালহিকে গ্রেফতার করেছে আমেরিকার অভিবাসন এবং শুল্ক বিভাগ। শুল্ক দপ্তরের তরফে এক্স হ্যান্ডেলে জানানো হয়, শিশু পর্নোগ্রাফির ভিডিও ছিল মালহির কাছে। সেই কারণেই ওয়াশিংটন থেকে গ্রেফতার করা হয়েছে ভারতীয় নাগরীক মালহিকে।
মালহি গ্রেফতার হওয়ার পরেই সমাজমাধ্যমে ছড়িয়েছে পড়েছে একাধিক আপ নেতার সঙ্গে তার ছবি। ভগবন্ত মান, পাঞ্জাবের স্পিকার কুলতার সান্ধওয়ান, অর্থমন্ত্রী হরপাল চিমা, মন্ত্রী লালচাঁদ কাতারুচকের সঙ্গেও ঘনিষ্ঠভাবে ছবি তুলেছেন মালহি। এরপরই কংগ্রেস নেতা সুখপাল সিং খাইরা জবাবদিহি চেয়েছেন মানের কাছে। ফেসবুকে সুখপাল লেখেন, এমন জঘন্য অপরাধীর সঙ্গে কেন আপ নেতাদের এত ঘনিষ্ঠ সম্পর্ক, তার জবাব দিতে হবে। বিজেপির এক্স হ্যান্ডেলেও প্রশ্ন তোলা হয় আপ নেতাদের সঙ্গে মালহির যোগাযোগ নিয়ে।
তবে গোটা বিষয়টি নিয়ে তুমুল বিতর্ক হলেও আপের তরফে এই নিয়ে কিছুই বলা হয়নি। উল্লেখ্য, চণ্ডীগড়ের একাধিক এলাকায় জমি-বাড়ি রয়েছে মালহির, এমনটাই শোনা গিয়েছে। তবে মার্কিন মুলুকে আদৌ তিনি জেলে বন্দি রয়েছেন কিনা সেই নিয়ে কিছু জানা যায়নি।