You will be redirected to an external website

ইরাকের শপিংমলে ভয়াবহ অগ্নিকান্ড! দগ্ধ হয়ে মৃত কমপক্ষে ৬০ জন

Massive fire breaks out at shopping mall in Iraq, at least 60 dead

ভস্মীভূত শপিংমলটি

ইরাকের ভিড়ে ঠাসা শপিংমলে ভয়াবহ অগ্নিকান্ড। সংবাদ সংস্থা সূত্রে খবর আগুনে দগ্ধ হয়ে মৃত্যু হয়েছে অন্তত ৬০ জনের। আহত বহু। দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে বলেই সূত্রের খবর। সব থেকে মর্মান্তিক শপিংমলটি মাত্র পাঁচ দিন আগেই উদ্বোধন হয়েছে। 

ইরাকের পশ্চিমাঞ্চলের আল-কুত শহরের একটি পাঁচ তলা একটি শপিংমলটি দিন কয়েক আগেই উদ্বোধন হয়েছে। সেখানেই বুধবার রাতে আচমকাই আগুন লেগে যায়।  সেই সময়ে মলের ভিতরে ছিলেন প্রচুর মানুষ। মুহূর্তেই কালো ধাঁয়ায় ঢাকে গোটা এলাকা। দাউ জ্বলতে থাকে আগুন। আতঙ্কে হুড়োহুড়ি পড়ে যায় মলের ভিতরে। দাহ্য পদার্থ থাকায় দ্রুত ছড়িয়ে পড়ে আগুন। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ এবং দমকল। দীর্ঘক্ষণ চেষ্টার পর অবশেষে নিয়ন্ত্রণে আসে আগুন। কিন্তু ঠিক কী কারণে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটল, তা এখনও স্পষ্ট নয়।

যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় উদ্ধারকাজ। তবে সূত্রের খবর, এখনও পর্যন্ত আগুনে ঝলসে মৃত্যু  হয়েছে অন্তত ৬০ জনের।আহতদের উদ্ধার করে নিকটবর্তী একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। আপাতত সেখানেই তাঁরা চিকিৎসাধীন। ইরাকের সরকারি রিপোর্ট অনুসারে খবর, ৫৯ জনের দেহ শনাক্ত করা গেছে।  তবে আগুনে ভস্মীভূত হয়ে গিয়েছে শপিংমলটি।

AUTHOR :Sukanya Majumder

I am Sukanya Majumdar. I have completed a Bachelor's degree in Mass Communication from Burdwan University and a Diploma in Media Science from MAKAUT. I have also completed a practical course in News Reading and Copy Editing from Fox Media School. Currently, I am working as a Copywriter and Social Media Desk Personnel at Express News.

নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ! মার্কিন বিদেশ সচিবের সঙ্গে ফোনালাপে অন্তর্বর্তী সরকারের প্রধান মুহাম্মদ ইউনূস Read Previous

নির্বাচনের প্রস্তুতি নি...

Indian close to AAP leader arrested in US on child pornography charges Read Next

শিশু পর্নোগ্রাফির অভিযো...