You will be redirected to an external website

শুভাংশুদের পৃথিবীতে ফেরার দিন আসন্ন! ‘আনডকিং’ প্রক্রিয়ার তারিখ জানিয়ে দিল নাসা

The day of Shubangshu's return to Earth is approaching! NASA announces the date of the 'undocking' process

অ্যাক্সিয়ম ৪ -এর সদস্যরা

আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে গবেষণা শেষ করে অবশেষে শুভাংশুদের পৃথিবীতে ফেরার দিন আসন্ন। ইতিমধ্যেই আন্তর্জাতিক স্টেশনে দু সপ্তাহ কাটিয়ে ফেলেছেন তাঁরা। তাদের মহাকাশ থেকে পৃথিবীতে আনডক করার দিন ১৪ জুলাই এমনটাই জানিয়েছে আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসা। 

অ্যাক্সিয়ম ৪ -এর অভিযান নিয়ে একটি সাংবাদিক সম্মেলন করেন নাসার কমার্শিয়াল ক্রু প্রোগ্রামের ম্যানেজার স্টিভ স্টিচ। সেখানেই তিনি জানান, মহাকাশ স্টেশনের প্রোগ্রামগুলি নিয়ে কাজ করছে অ্যাক্সিয়ম। প্রায় ২ সপ্তাহ ধরে তার গতিবিধির উপর নজর রাখা হয়েছিল। এ বার অভিযান আনডকের সময় এসেছে। আপাতত লক্ষ্য ১৪ জুলাই আনডক করা।

উল্লেখ্য, মহাকাশে যে ভাসমান গবেষণাগারে শুভাংশুরা রয়েছেন  সেখান থেকে মহাকাশযানে ওঠার প্রক্রিয়াকে বলা হয় আনডকিং। আর্থাৎ ১৪ জুলাই তারিখে শুভাংশু সহ ওই টিমের সকল সদস্যরা যে যানে চড়ে তারা মহাকাশে গিয়েছিলেন সেটিতে উঠবেন। তারপর সেই যানে করে তার এসে পৌঁছবেন পৃথিবীতে।

গত ২৫ জুন স্পেস এক্সের ড্রাগন মহাকাশযানে চড়ে আইএসএসের উদ্দেশ্যে পাড়ি দিয়েছিলম শুভামশুরা।শুভাংশুর সঙ্গে এই অভিযানে আইএসএস-এ গিয়েছেন আরও তিন নভশ্চর— ক্রু-কমান্ডার পেগি হুইটসন, মিশন বিশেষজ্ঞ স্লাওস উজানস্কি-উইজ়নিউস্কি এবং টিবর কাপু।

AUTHOR :Sukanya Majumder

I am Sukanya Majumdar. I have completed a Bachelor's degree in Mass Communication from Burdwan University and a Diploma in Media Science from MAKAUT. I have also completed a practical course in News Reading and Copy Editing from Fox Media School. Currently, I am working as a Copywriter and Social Media Desk Personnel at Express News.

নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ! মার্কিন বিদেশ সচিবের সঙ্গে ফোনালাপে অন্তর্বর্তী সরকারের প্রধান মুহাম্মদ ইউনূস Read Previous

নির্বাচনের প্রস্তুতি নি...

Britain provides military aid to Ukraine! Air defense system is being provided Read Next

ইউক্রেনকে সামরিক সাহায্...