‘সব বলব কিন্তু জয় বাংলা বলব না’, বাংলার অস্মিতার লড়াইয়ে খড়্গপুরে বিতর্ক উসকে দিলেন দিলীপ |
আবেদাবাদের ঘটনার 'পুনরাবৃত্তি'! ঢাকায় স্কুলের উপর ভেঙে পড়ল নৌবাহিনীর বিমান
দুর্ঘটনার পরের ছবি
ঢাকায় স্কুলের উপর ভেঙে পড়ল বাংলাদেশ বায়ুসেনার বিমান। ভেঙে পড়ার পরেই তাতে আগুন ধরে যায়। ওই দেশের সংবাদ মাধ্যম সূত্রে খবর প্রাণ হারিয়েছেন এক জন। পরে হাসপাতালে মৃত্যু হয়েছে আরও এক জনের। গুরুতর দগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি ২৮ জন। জানা গেছে প্রত্যেকেই শিক্ষার্থী। ঘটনায় শোক প্রকাশ করে মঙ্গলবার এক দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে বাংলাদেশের অন্তর্বর্তী কালিন সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূস।
আবেদাবাদ বিমান দুর্ঘটনার আতঙ্ক এখনও দগদগে। ফের একই ঘটনা প্রতিবেশি দেশ বাংলাদেশে। বাংলাদেশের রাজধানী ঢাকার উত্তরায় বাংলাদেশে নৌবাহিনীর প্রশিক্ষণরত বিমান এফ-৭ ভেঙে পড়ে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে। বাংলাদেশের সংবাদ মাধ্য়ম সূত্রে খবর, মাইলস্টোন স্কুলের ক্যান্টিনের ছাদে বিমানটি ভেঙে পড়েছে। এরপরই সেখানে আগুন লেগে যায়। সেখানে কাজ করছে দমকলের তিনটি ইউনিট। ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। আইনশৃঙ্খলা যাতে নিয়ন্ত্রণে থাকে, সে জন্য মোতায়েন করা হয়েছে বিজিবি। দমকল বিভাগের এক আধিকারিক জানিয়েছেন, আহত চার জনকে হেলিকপ্টারে চাপিয়ে সামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বাকিদের অ্যাম্বুল্যান্সে চাপিয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
এদিকে সংশ্লিষ্ট স্কুলের এক শিক্ষক জানিয়েছেন, ঘটনার সময় স্কুল ছুটি হয়ে গিয়েছিল। তবে বেশ কিছু পড়ুয়া তখনও স্কুলের ভিতরেই ছিল। উত্তরার ওই মাইলস্টোন স্কুল ও কলেজ ভবনের বাইরে জড়ো হয়েছেন উদ্বিগ্ন অভিভাবকেরা। অনেকেই এখনও পর্যন্ত তাদের সন্তানদের বসঙ্গে যোগাযোগ করে উঠতে পারেননি।
এদিকে আইএসপিআর জানিয়েছে, বিমান বাহিনীর এফ-৭ বিজেআই প্রশিক্ষণ বিমানটি দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করেছে। ফায়ার সার্ভিস জানিয়েছে, প্রশিক্ষণ বিমানটি ১টা ১৮ মিনিটে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনের উপর ভেঙে পড়ে।