রহিম ইয়ার খান বিমান বন্দর
এখনও বেশ কিছুদিন বন্ধ থাকবে পাকিস্তানের রহিম ইয়ার খান বিমান ঘাঁটি। পহেলগাঁও হামলার প্রতিবাদে অপারেশন 'সিন্দুর' অভিযানে পাকিস্তানের একাধিক বিমান ঘাঁটি নষ্ট হয়। এরপর থেকেই পাকিস্তানের বিমানঘাঁটি রহিম ইয়ার খান বন্ধ রয়েছে। ফের একবার বিজ্ঞপ্তি প্রকাশ করে ওই বিমানঘাঁটি বন্ধ থাকার সময়সীমা বাড়াল পাকিস্তানের অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক।
সংবাদ সংস্থা থেকে প্রাপ্ত খবর অনুযায়ী, ৬ অগস্ট ভারতীয় সময় ভোর ৫টা ২৯ মিনিট পর্যন্ত এই বিমানঘাঁটি বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে ওই বিজ্ঞপ্তিতে। জল্পনা, ‘সিঁদুর’ অভিযানের সময়ে যে ক্ষয়ক্ষতি হয়েছিল, তা এখনও মেরামত করা যায়নি। পাকিস্তানের পঞ্জাব প্রদেশের দক্ষিণে রয়েছে এই রহিম ইয়ার খান বিমানঘাঁটি। ভারতের রাজস্থান ফ্রন্টিয়ারের মুখোমুখি এর অবস্থান। পাকিস্তান বায়ুসেনার সেন্ট্রাল এয়ার কমান্ডের ঘাঁটি এটি। এর একটি অংশ শেখ জ়ায়েদ আন্তর্জাতিক বিমানবন্দর। সেখানে অসামরিক যাত্রীবাহী বিমান ওঠানামা করে।
বিমানঘাঁটি বন্ধ থাকার বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে ‘ডব্লুআইপি’। আন্তর্জাতিক অসমারিক বিমান সংগঠন (আইসিএও)-এর অভিধানে এই ‘ডব্লুআইপি’-র অর্থ ‘ওয়ার্ক ইন প্রোগ্রেস’ (কাজ চলছে)। আমেরিকার ‘ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন’ (এফএএ)-এর বিধি বলছে, বিমানবন্দরের পৃষ্ঠে কাজ হলে তবেই বলা হয় ‘ডব্লুআইপি’। পাকিস্তানের অসামরিক বিমান মন্ত্রকের দেওয়া বিজ্ঞপ্তি থেকে মনে করা হচ্ছে, রহিম ইয়ার খান বায়ুসেনা ঘাঁটির রানওয়েতেই কাজ চলছে।