You will be redirected to an external website

আফগানিস্তানের ভূমিকম্পে মৃতের সংখ্যা ৮০০ পার! সবরকম সাহায্যের আশ্বাস মোদির

Death toll in Afghanistan earthquake crosses 800! Modi assures all possible help

আফগানিস্তানের ভূমিকম্পে মৃতের সংখ্যা ৮০০ পার!

হু হু করে আফগানিস্তানে বাড়ছে মৃত্যুমিছিল। রবিবার রাতে কেঁপে ওঠে আফগানিস্তানের কুনার প্রদেশ। শুধুমাত্র কুনারেই মৃতের সংখ্যা ৮০০ ছাড়িয়েছে বলে খবর। সবমিলিয়ে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা। অন্যদিকে, এসসিও বৈঠক শেষ করেই আফগানিস্তানের ভয়াবহ ভূমিকম্প নিয়ে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

জানা গিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৬.৩। ভূমিকম্পের পরে একাধিক আফটারশকে কেঁপে ওঠে দিল্লি, পাকিস্তান-সহ অন্যান্য বেশ কিছু দেশ। মাটি থেকে মাত্র আট কিলোমিটার গভীরে ছিল এই ভূমিকম্পের উৎস। ভূপৃষ্ঠের এত কাছে উৎস হওয়ায় এর প্রভাব ধ্বংসাত্মক হয়েছে আফগানিস্তানে। এই ভূমিকম্পের রেশ তাজিকিস্তান, উজবেকিস্তান, পাকিস্তান এবং ভারত পর্যন্ত অনুভূত হয়েছে। তার জেরে আহতের সংখ্যা অন্তত আড়াই হাজারে পৌঁছেছে। মৃত অন্তত ৮০০।

পড়শি দেশের মর্মান্তিক পরিস্থিতি দেখে শোকার্ত প্রধানমন্ত্রী। এসসিও বৈঠক শেষ হতেই এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, ‘আফগানিস্তানে ভূমিকম্পে এত প্রাণহানি দেখে আমি গভীরভাবে ব্যথিত। এই কঠিন সময়ে স্বজনহারাদের পরিবারের জন্য প্রার্থনা করি। আহতদের দ্রুত আরোগ্য কামনা করি। আফগানিস্তানের জন্য প্রয়োজনীয় সমস্ত রকম সাহায্য করতে তৈরি আছে ভারত।’ বিপর্যস্ত দেশের জন্য ইতিমধ্যেই সাহায্য ঘোষণা করেছে রাষ্ট্রসংঘ। জোরকদমে চলছে উদ্ধারকাজ। সাহায্যের আশ্বাস দিয়েছে একাধিক দেশ। 

AUTHOR :Rima Ghatak

Rima Banerjee is a content writer at Express News, with over 3 years of experience in digital journalism. She holds a Bachelor's degree in Mass Communication from Kazi Nazrul University. Passionate about news and storytelling, Rima is dedicated to delivering accurate, engaging, and timely content that connects with readers across platforms.

নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ! মার্কিন বিদেশ সচিবের সঙ্গে ফোনালাপে অন্তর্বর্তী সরকারের প্রধান মুহাম্মদ ইউনূস Read Previous

নির্বাচনের প্রস্তুতি নি...

Russia attacks Ukraine with 500 drones! Will the war ever stop? Read Next

৫০০ ড্রোন নিয়ে ইউক্রেনে ...