আলাস্কায় ভয়াবহ ভূমিকম্প
ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল আমেরিকার আলাস্কা উপকূল। আমেরিকার ভূতত্ত্ব পর্যবেক্ষণকারী সংস্থা সূত্রে খবর, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭.৩। পর্যবেক্ষণকারী সংস্থা জানিয়েছে, , বুধবার স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টায় কম্পন অনুভূত হয় আলাস্কা উপদ্বীপের প্রাণকেন্দ্র পোপোফ দ্বীপের স্যান্ড পয়েন্টের কাছে। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল মাটির ১০ কিলোমিটার গভীরে।
ভূমিকম্পের তীব্রতার কথা মাথায় রেখেই দক্ষিণ আলাস্কা এবং আলাস্কা উপদ্বীপ জুড়ে সুনামির সতর্কতা জানি করেছে ন্যাশনাল সুনামি ওয়ার্নিং সেন্টার। এখনও পর্যন্ত সরকারিভাবে কোনও পরিসংখ্যান না জানানো হলেও ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। প্রশাসনের তরফে স্থানীয় বাসিন্দা এবং পর্যটকদের উপকূল থেকে দূরে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
ভূতত্ত্ব পর্যবেক্ষণকারী সংস্থার তথ্য অনুযায়ী প্রশান্ত মহাসাগরীয় পাত এবং আমেরিকার পাতের সংঘর্ষের জেরেই এই ভূমিকম্প হয়েছে। উল্লেখ্য, আলাস্কা প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অফ ফায়ার’ অঞ্চলের অন্তর্গত। এই এলাকা বিশ্বে অন্যতম ভূমিকম্পপ্রবণ অঞ্চল হিসেবে পরিচিত। বছরে সাত থেকে আট বার এই এলাকায় ছোটো বড় ভূমিকম্প হয়ে থাকে বলে দাবি ভূতত্ত্ববিদদের।