মার্কিন শুল্কবানের মধ্যেই ভারত সফরে পুতিন
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন
রাশিয়া থেকে তেল কেনা নিয়ে ভারত-আমেরিকা চাপানউতোরের মাঝেই নতুন খবর। চলতি মাসে ভারত সফরে আসতে পারেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়া সফররত জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালকে উল্লেখ করে এক রুশ সংবাদমাধ্যম এই খবর জানিয়েছে। তাঁর মতে, আগস্টের শেষে নয়াদিল্লি এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করতে পারেন। তার আগে অবশ্য সাংহাইতে SCO সম্মেলনে মোদি ও পুতিনের সাক্ষাতের সম্ভাবনা। দু’জনই সেই সম্মেলনে যোগ দিতে যাচ্ছেন। তারপরও পুতিনের এই ভারত সফর। ২০২১ সালের পর আবার দিল্লি আসছেন রুশ প্রেসিডেন্ট। আমেরিকার সঙ্গে শুল্কযুদ্ধের আবহে পুতিনের এই সফর নিঃসন্দেহে ভারতের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘শুল্কবাণ’, রুশ তেল কেনা নিয়ে ভারতের উপর বাড়তি শুল্ক চাপানোর হুঁশিয়ারিকে পাত্তা না দিয়ে গত মঙ্গলবারই মস্কো সফরে গিয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। তাঁর এই সফর প্রসঙ্গে জানা গিয়েছিল, রাশিয়ার সঙ্গে তেল আমদানি নিয়ে বড় চুক্তি হওয়ার সম্ভাবনা। সেক্ষেত্রে ভারতে তেল আমদানির ক্ষেত্রে আরও বেশি পরিমাণ ছাড় দিতে পারে রাশিয়া। এই সম্ভাবনার কথাও উসকে উঠেছিল। তাতেই ওয়াকিবহাল মহলের মত, ভারত-রাশিয়া সুসম্পর্কে ট্রাম্প যতই ‘কাঁটা’ হওয়ার চেষ্টা করুন, সে গুড়ে বালি ঢেলেই রাশিয়ার সঙ্গে সখ্য আরও বাড়াতে তৎপর নয়াদিল্লি। ডোভালের মস্কো সফরে সেই ইঙ্গিতই পাওয়া গিয়েছে।
মস্কোর সংবাদমাধ্যম ইন্টারফ্যাক্স সূত্রে খবর, অজিত ডোভালই নাকি রুশ প্রেসিডেন্টের ভারত সফরের কথা জানিয়েছেন। তাঁকে উদ্ধৃত করে বলা হয়েছে, ” ভারত ও রাশিয়া একটা বিশেষ সম্পর্ক আছে বরাবর। আমরা সেই সম্পর্ককে খুব গুরুত্ব দিই। নিজেদের মধ্যে দ্বিপাক্ষিক সমস্ত বিষয়ই খুব গুরুত্বপূর্ণ। চলতি মাসে প্রেসিডেন্ট পুতিনের ভারত সফর নিয়ে আমরা খুব আনন্দিত। দিনক্ষণ চূড়ান্ত হওয়ার অপেক্ষামাত্র।”