উত্তরবঙ্গে আক্রান্ত বিজেপি বিধায়ক, ভাঙচুর করা হয় গাড়ি! কাঠগড়ায় তৃণমূল |
এবার কি মিলিত হবে চিন, রাশিয়া ও ভারত? চিনের আমন্ত্রণে বাড়ছে জল্পনা
তিন দেশের রাষ্ট্রনেতা, ছবি : ইন্টারনেট
পুরাতন সম্পর্কে ফিরতে চাইছে চিন। আর সেই ইচ্ছা প্রকাশের পরই বাড়ছে জল্পনা। যদি এক হয় রাশিয়া, চিন ও ভারত তাহলে গোটা বিশ্ব চমকে যাবে। সূত্রের খবর, রাশিয়া, চিন ও ভারত একজোট হয়ে সম্পর্ক গড়তে চাইছে। ইতিমধ্যেই চিনকে সমর্থন জানিয়েছে রাশিয়া।
বরাবরই পশ্চিমি দুনিয়ার দেশগুলির একাধিপত্য কী ভাবে রোখা যায় সে বিষয়ে নানান কূটনৈতিক পদক্ষেপ নিয়েছিল চিন। এবার সমর্থন জানিয়ে চিনের পাশে দাঁড়িয়েছে রাশিয়া। এই দুই শক্তিশালী দেশ পাশে চাইছে ভারতকে। কারণ বিগত কয়েক বছরে ভারত বৈশ্বিক শক্তিশালি হয়ে উঠেছে। তাতে চিন - রাশিয়া বাড়িয়ে দিচ্ছে বন্ধুত্বের হাত। রাশিয়া-ভারত ও চিন মিলে ইউরেশিয়ান ত্রিশক্তি গড়তে চাইছে যা পশ্চিমি কর্তৃত্বকে চ্যালেঞ্জ করবে। মাস খানেক আগেই রাশিয়ার বিদেশমন্ত্রী সার্গেই লাভরভ বলেছিলেন, এই ত্রিশক্তির কাজ আবার শুরু হওয়া উচিত। তারপর চিনের এই পদক্ষেপ কার্যত বিশ্বরাজনীতিতে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই দাবি একাংশের।
বৃহস্পতিবারই রাশিয়ার একটি সংবাদমাধ্যম সে দেশের উপ-বিদেশমন্ত্রীকে উদ্ধৃত করে বলে যে এই বিষয় নিয়ে বেজিং ও নয়া দিল্লির মধ্যে কথাবার্তা চলছে। এতে শুধুমাত্র তিন দেশের উপকার হবে, তাই নয়, বরং এই অঞ্চল তথা বিশ্বের নিরাপত্তা ও স্থিতাবস্থাও ফিরবে বলে জানিয়েছিল চিন।
ভারত একদিকে যেমন ব্রিকসের সদস্য, তেমনই আবার আমেরিকা, জাপানের সঙ্গে কোয়াডের সদস্যও। চিন মনে করে, তাদের উত্থানকে রুখতেই কোয়াড তৈরি। তাই রাশিয়াকে নিজের দলে টেনে ভারতের সঙ্গে সম্পর্ক মজবুত করতে চাইছে চিন। যদিও ভারত সরকার এই বিষয়ে এখনও কোনও সদুত্তর দেয়নি।