You will be redirected to an external website

জার্মানিতে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা! বেলাইন দুটি কামরা, মৃত্যুর আশঙ্কা অনেকের

Terrible train accident in Germany! Two Beeline carriages, many feared dead

দুর্ঘটনাগ্রস্থ ট্রেন

লাইনচ্যুত হল জার্মানির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে একটি ট্রেন। জানা গিয়েছে, ওই ট্রেনে প্রায় ১০০ জন যাত্রী ছিলেন। এই দুর্ঘটনায় অন্তত তিন জন প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন বহু।

জানা গিয়েছে, রবিবার জার্মানির ব্যাডেন-উয়ের্টেমবার্গের রিডলিংগেন শহরের কাছে লাইনচ্যুত হয় ডস্যে বন রিজিওনাল এক্সপ্রেস ট্রেন। ওই সময় ট্রেনে কমপক্ষে ১০০ জন যাত্রী ছিল। জার্মানির সংবাদসংস্থাগুলি সূত্রে খবর,  স্থানীয় সময় সন্ধে ৬.১০ নাগাদ লাইনচ্যুত হয়ে যায় ট্রেনটি। একটি কামরা উঠে যায় আরেক কামরার উপরে। 

ভয়াবহ দুর্ঘটনায় এখনও পর্যন্ত তিনজনের মৃত্যুর খবর মিলেছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে। আহত কমপক্ষে ৩৪ জন যাত্রী। এদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।

ইতিমধ্যেই উদ্ধারকাজ শুরু হয়েছে। কী কারণে দুর্ঘটনা ঘটেছে, তা এখনও জানা যায়নি। দুর্ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।  আপাতত বন্ধ রাখা হয়েছে ওই রুটে ট্রেন চলাচল।

AUTHOR :Express News Desk

নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ! মার্কিন বিদেশ সচিবের সঙ্গে ফোনালাপে অন্তর্বর্তী সরকারের প্রধান মুহাম্মদ ইউনূস Read Previous

নির্বাচনের প্রস্তুতি নি...

China reports severe flooding, 30 dead, 80,000 homeless in Beijing Read Next

ভয়াবহ বন্যা পরিস্থিতি চ...