You will be redirected to an external website

ইজরায়েলকে ৫১ কোটি ডলারের অস্ত্র বিক্রিতে সায় ট্রাম্পের

Trump approves arms sales to Israel

ট্রাম্প

ইজ়রায়েলকে ৫১ কোটি ডলারের (প্রায় ৪৩৬৫ কোটি টাকা) অস্ত্র ও সামরিক সরঞ্জাম বিক্রির সিদ্ধান্ত অনুমোদন করে সেই বার্তাই দিল মার্কিন বিদেশ মন্ত্রক। 

দ্বিতীয় বার আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার পরেই গাজ়ায় যুদ্ধবিরতির জন্য ইজ়রায়েলের উপর চাপ তৈরি করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। সেই আবহেই ট্রাম্পের এমন সিদ্ধান্ত কার্যত বিশ্ব রাজনীতিতে প্রভাব ফেলতে চলেছে।

জানা গেছে অস্ত্রগুলোর মধ্যে উল্লেখযোগ্য ‘হেভি হেল’ নামক বম্ব গাইডেন্স কিট, ইসরায়েলের (ব্লু ১০৯) বোমার জন্য কেএমইউ-৫৫৮বি/বি এবং এমকে-৮২ বোমার জন্য কেএমইউ৫৭২এফ/বি কিট ইত্যাদি অন্তর্ভুক্ত আছে। বিক্রির পরও মার্কিন সরকার প্রশিক্ষণ, লজিস্টিক এবং ইঞ্জিনিয়ারিং সংক্রান্ত সহায়তা প্রদান করবে বলে জানা গেছে। এই চুক্তির প্রধান ঠিকাদার হলো বোয়িং করপোরেশন এবং তালিকার কিছু অংশ মার্কিন সামরিক গুদাম থেকে স্থানান্তর করা হবে।

AUTHOR :Express News Desk

নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ! মার্কিন বিদেশ সচিবের সঙ্গে ফোনালাপে অন্তর্বর্তী সরকারের প্রধান মুহাম্মদ ইউনূস Read Previous

নির্বাচনের প্রস্তুতি নি...

Ships loaded with mines in the Persian Gulf! Speculation is growing about the closure of the Strait of Hormuz Read Next

মাইন ভর্তি জাহাজ পারস্য ...