ভাইস-প্রেসিডেন্ট পদে লড়ার প্রস্তাব নাকচ ট্রাম্পের
তৃতীয়বার মার্কিন প্রেসিডেন্ট (US President) হতে চান ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। কিন্তু ২০২৮ সালে ভাইস-প্রেসিডেন্ট (Vice President) পদে লড়ার প্রস্তাব তিনি সরাসরি নাকচ করে দিয়েছেন। সোমবার এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “আমি সেটা করব না। ওটা একটু বেশি চালাকি হয়ে যাবে। মানুষও তা ভালভাবে নেবে না।”
তবে সংবিধান অনুযায়ী, কোনও মার্কিন প্রেসিডেন্টকে দুই মেয়াদের বেশি নির্বাচিত করা যায় না। তবুও ৭৯ বছর বয়সি ট্রাম্প বহুবারই তৃতীয় মেয়াদে থাকার ইঙ্গিত দিয়েছেন। তাঁর সমর্থকরাও সামাজিক মাধ্যমে ‘Trump 2028’ লেখা টুপি পরে ঘুরছেন।
কেউ কেউ আবার আইনগত ফাঁক খুঁজে বের করার চেষ্টা করছেন— যেমন, ট্রাম্প ভাইস-প্রেসিডেন্ট হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন এবং নির্বাচিত প্রেসিডেন্ট পদত্যাগ করলে তিনি আবার প্রেসিডেন্ট হবেন। কিন্তু মার্কিন সংবিধানের ১২তম সংশোধনীতে স্পষ্ট বলা আছে: “যিনি প্রেসিডেন্ট পদে যোগ্য নন, তিনিও ভাইস-প্রেসিডেন্ট হতে পারবেন না।” অর্থাৎ, ট্রাম্প সেই পথেও বাধাপ্রাপ্ত।
সংবাদমাধ্যমের প্রশ্নে ট্রাম্প বলেন, “তৃতীয়বার প্রেসিডেন্ট হতে পারলে আমি ভালবাসব। আমার এখনও পর্যন্ত সবচেয়ে ভাল জনপ্রিয়তা আছে।” তবে আদালতে গিয়ে লড়াই করার ইচ্ছা আছে কি না জানতে চাইলে তিনি বলেন, “ওটা নিয়ে এখনও ভাবিনি।”
বর্তমান ভাইস-প্রেসিডেন্ট জে ডি ভান্স এবং বিদেশমন্ত্রী মার্কো রুবিওর প্রশংসা করে ট্রাম্প বলেন, “ওরা দু’জনেই দারুণ মানুষ। যদি একসঙ্গে কিছু করে, তাহলে ওদের কেউ আটকাতে পারবে না।”
অন্যদিকে, জাপানের নতুন প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে দেখা করলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার টোকিওতে দু’জনের সাক্ষাৎ হয়। মালয়েশিয়া থেকে জাপান সফরে গিয়েছেন ট্রাম্প। সে দেশে বাণিজ্য ও নিরাপত্তা নিয়ে বৈঠক হবে দু’দেশের। বৈঠকে আমেরিকার সঙ্গে ৫৫০ বিলিয়ন ডলারের বিনিয়োগ চুক্তি নিয়ে আলোচনা হতে পারে। এর আওতায় জাহাজ নির্মাণে অংশীদারি, আমেরিকা থেকে সয়াবিন, প্রাকৃতিক গ্যাস ও পিকআপ ট্রাক কেনা নিয়ে চুক্তি হতে পারে। পাশাপাশি, তাকাইচি ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন দেওয়ার সুপারিশের কথাও জানাতে পারেন।