You will be redirected to an external website

নতুন করে শান্তি আলোচনায় রাজি ইউক্রেন! রাশিয়ার কোটে বল ঠেলে জানালেন জেলেনস্কি

Ukraine agrees to new peace talks! Zelensky pushes the ball into Russia's court

ভলোদিমির জ়েলেনস্কি এবং ভ্লাদিমির পুতিন

নতুন শান্তি আলোচনায় বসতে রাজি হয়েছে রাশিয়া ও ইউক্রেন। এর আগেও দুই দেশ নিজেদের মধ্যে শান্তি আলোচনায় বসেছিল দুই দেশ। তবে তেমন কোনো সামঝোতায় পৌঁছাতে পারেনি। তবে এ বার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জ়েলেনস্কি জানান, আগামী সপ্তাহে নতুন দফায় শান্তি আলোচনায় প্রস্তাব দেওয়া হয়েছে মস্কোকে।

প্রথমবার যুদ্ধ বিরোতী আলোচনায় বসে দুই দেশ শার্ত হিসাবে পণবন্দি বিনিময়ে সম্মত হয়েছিল। কিন্তু কোনো যুদ্ধ বিরতির সামঝোতা হয়নি। ইউক্রেনের প্রসিডেন্ট জানিয়েছেন, ইউক্রেনের নিরাপত্তা পরিষদের সচিব রুস্তেম উমেরভ আগামী সপ্তাহে রুশ প্রতিনিধি পরবর্তী বৈঠকের প্রস্তাব দিয়েছেন। পাশাপাশি তিনি আরও জানান, রুশ প্রেসিডেন্টের সঙ্গে সরাসরি বৈঠকে বসতে রাজি ইউক্রেন। তাঁর দাবি শান্তির প্রয়োজনে দ্রুত একটি বৈঠকে বসা উচিত। 

অন্যদিকে ইউক্রেনে রাশিয়ার আক্রোমণ ঠেকাতে হুঁশিয়ারী দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি মস্কোকে সমঝোতা আসার কথা বলে যুদ্ধ না থামলে রাশিয়ার বাণিজ্যিক বন্ধুদের উপর ১০০ শতাংশ কর বৃদ্ধির কথা ঘোষণা করেন। তবে ট্রাম্পের এই হুমকিকে একেবারেই উড়িয়ে দিয়ে মস্কো জানিয়েছে, নির্দিষ্ট শর্ত মেনেই রাশিয়া আলোচনায় বসবে। অর্থাৎ এই বৈঠকে কোনো তৃতীয় ব্যক্তির উপস্থিতি নেই।

টানা তিন বছরেরও বেশি সময় ধরে ইউক্রেনে ক্রুজ় ক্ষেপণাস্ত্র এবং বিমানহামলা চালিয়েছিল রুশ বাহিনী। পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে ইউক্রেন। এর আগেও দুই দেশের মধ্যে আলোচনায় কাজ হয়। ফের আরও একবার আলোচনায় বসার কথা ঘোষণা করেছে ইউক্রেন। এই আলোচনা কতটা ফলপ্রসূ হয় সেই দিকেই নজর থাকবে।

AUTHOR :Express News Desk

নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ! মার্কিন বিদেশ সচিবের সঙ্গে ফোনালাপে অন্তর্বর্তী সরকারের প্রধান মুহাম্মদ ইউনূস Read Previous

নির্বাচনের প্রস্তুতি নি...

Beijing is building a dam on the Brahmaputra River, what is China's target in Arunachal Pradesh? Read Next

ব্রহ্মপুত্র নদীতে বাঁধ ...