You will be redirected to an external website

যুদ্ধ বিধস্ত গাজায় অপুষ্টি ও জ্বালানি সংকট নিয়ে আশঙ্কিত জাতিসংঘ

UN fears malnutrition, fuel shortages in war-torn Gaza

যুদ্ধ বিদ্ধস্ত গাজা

গাজায় অপুষ্টি ও জ্বালানি সংকট আরও গভীর হচ্ছে। আর এই রিপোর্ট নিয়ে আশঙ্কা প্রকাশ করেছে জাতিসংঘ। গাজা উপত্যকায় চলমান সংঘাতে ৮০ শতাংশের বেশি প্রতিবন্ধী মানুষ তাদের সহায়ক যন্ত্রপাতি হারিয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের মানবিক সহায়তা সংস্থা। এতে তাদের চলাচল চরমভাবে সীমিত হয়ে পড়েছে, যার ফলে মানবিক সহায়তা, চিকিৎসা ও মৌলিক সেবা পাওয়াও কঠিন হয়ে উঠেছে।

জাতিসংঘ সতর্ক করেছে, চলাচল সীমিত হওয়ায় এই ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে সহ্য করতে হচ্ছে বহু প্রতিকূলতা—যেমন মানবিক সহায়তা থেকে বঞ্চিত হওয়া, বৈষম্য ও সামাজিক অপমান, এমনকি বিস্ফোরক দ্রব্যের ঝুঁকি।

অন্যদিকে, ইসরায়েলি কর্তৃপক্ষ গাজার হাসপাতালগুলোতে জ্বালানি সরবরাহ বন্ধ করে দিয়েছে, যা ইতোমধ্যেই বিপর্যস্ত স্বাস্থ্য ব্যবস্থাকে আরও দুর্বল করে তুলেছে। জ্বালানি ছাড়া ইনটেনসিভ কেয়ার ইউনিট, ইনকিউবেটর ও সার্জারি ওয়ার্ড চালু রাখা অসম্ভব হয়ে পড়ছে।

জাতিসংঘের আরেক সংস্থা UNRWA জানিয়েছে, গাজার শিশুদের মধ্যে মারাত্মক অপুষ্টির হার উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। সংস্থাটি জানায়, “আমাদের ক্লিনিকে পরীক্ষিত প্রতি ১০ জন শিশুর মধ্যে একজন অপুষ্টিতে ভুগছে।”

২০২৪ সালের জানুয়ারি থেকে এ পর্যন্ত পাঁচ বছরের নিচে বয়সী ২ লাখ ৪০ হাজারেরও বেশি শিশুর স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। UNRWA জানায়, যুদ্ধ শুরুর আগে গাজায় অপুষ্টির হার ছিল অত্যন্ত কম। কিন্তু বর্তমানে ওষুধ, পুষ্টিকর খাদ্য, জীবাণুনাশক এবং জ্বালানি চরমভাবে কমে গেছে।

AUTHOR :Express News Desk

নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ! মার্কিন বিদেশ সচিবের সঙ্গে ফোনালাপে অন্তর্বর্তী সরকারের প্রধান মুহাম্মদ ইউনূস Read Previous

নির্বাচনের প্রস্তুতি নি...

New curfew imposed in Bangladesh, Read Next

বাংলাদেশে নতুন করে জারি ...