You will be redirected to an external website

ফোনেই ৭৫তম জন্মদিনের শুভেচ্ছা ট্রাম্পের, পাল্টা ‘বন্ধুকে’ ধন্যবাদ জানালেন মোদী

There has been no shortage of discussions and discussions about the tension in the past few days.

ফোনেই ৭৫তম জন্মদিনের শুভেচ্ছা ট্রাম্পের

টানাপোড়েন নিয়ে বিগত কয়েকদিনে চর্চা, চাপানউতোর কম হয়নি। জন্মদিনেই যেন ভাঙল ‘দুই বন্ধুর’ সম্পর্কের শীতলতা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করে বার্থ ডে উইশ করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফোন যে তিনি করেছিলেন তা নিজেই জানালেন সোশ্যাল মাধ্যমে। পাল্টা মোদীও বন্ধুকে উষ্ণ অভ্যর্থনার কথা জানাতে ভুললেন না। ট্রাম্প একাধারে যেমন মোদীকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামানোর জন্য ধন্যবাদ দিলেন, তেমনই মোদীও পাল্টা লিখলেন, “আমিও ভারত-মার্কিন অংশীদারিত্বকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ। ইউক্রেন সংঘাতের শান্তিপূর্ণ সমাধানের জন্য আপনার উদ্যোগকে আমরা সমর্থন করি।”

প্রসঙ্গত, ট্রাম্পের শুল্ক আরোপের পর ভারত ও আমেরিকার সম্পর্কে কিছুটা তিক্ততা দেখা দিয়েছিল। দুই দেশের মধ্যে চাপানউতোরও কম হয়নি। প্রশ্ন তুলতে শুরু করেছিল বিরোধীরা। কিন্তু এখন সেই তিক্ততা যেন ধীরে ধীরে কাটতে শুরু করেছে। ফের যেন চেনা ছন্দে ফিরছে চেনা বন্ধুত্ব। মঙ্গলবার ভারত ও আমেরিকার মধ্যে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনাও হয়েছে। 

প্রসঙ্গত, ট্রাম্পের শুল্ক আরোপের পর ভারত ও আমেরিকার সম্পর্কে কিছুটা তিক্ততা দেখা দিয়েছিল। দুই দেশের মধ্যে চাপানউতোরও কম হয়নি। প্রশ্ন তুলতে শুরু করেছিল বিরোধীরা। কিন্তু এখন সেই তিক্ততা যেন ধীরে ধীরে কাটতে শুরু করেছে। ফের যেন চেনা ছন্দে ফিরছে চেনা বন্ধুত্ব। মঙ্গলবার ভারত ও আমেরিকার মধ্যে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনাও হয়েছে। 

AUTHOR :Rima Ghatak

Rima Banerjee is a content writer at Express News, with over 3 years of experience in digital journalism. She holds a Bachelor's degree in Mass Communication from Kazi Nazrul University. Passionate about news and storytelling, Rima is dedicated to delivering accurate, engaging, and timely content that connects with readers across platforms.

নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ! মার্কিন বিদেশ সচিবের সঙ্গে ফোনালাপে অন্তর্বর্তী সরকারের প্রধান মুহাম্মদ ইউনূস Read Previous

নির্বাচনের প্রস্তুতি নি...