You will be redirected to an external website

ভারতীয় অর্থনীতি 'ধ্বংস' করে দেওয়ার হুমকি আমেরিকার, ভারতের রুশ 'প্রেম' মানতে নারাজ মার্কিন সেনেটর

US threatens to 'destroy' Indian economy, US senator refuses to accept India's 'love' for Russia

মার্কিন সেনেটর লিন্ডসে গ্রাহাম

ভারতের রুশ প্রেম ভালো চোখে নেয়নি আমেরিকা তা আগেই বুঝিয়েছিলেন। এবার সরাসরি অর্থনীতিতে থাবা বসানোর বার্তা দিল আমেরিকা। ‘রুশ প্রেমের বিরাট মূল্য চোকাতে হবে ভারতকে। ধ্বংস করে দেওয়া হবে ভারতের অর্থনীতি।’ কড়া সুরে এমনই হুঁশিয়ারি দিলেন মার্কিন সেনেটর লিন্ডসে গ্রাহাম। 

মার্কিন সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী গ্রাহাম বলেন, ”ট্রাম্প সেই দেশগুলির উপর বিরাট পরিমাণ শুল্ক চাপাতে চলেছেন যারা রাশিয়ার থেকে তেল কিনছে।” এই বিষয়ে সরাসরি ভারত, চিন ও ব্রাজিলের নাম নেন তিনি। তাঁর কথায়, “রাশিয়া ও ইউক্রেন যুদ্ধে রাশিয়ার তেল কিনে তাদের লাগাতার অর্থের যোগান দেওয়ার শাস্তি স্বরূপ এদের উপর ১০০ শতাংশ শুল্ক চাপানো হবে। তোমাদের অর্থনৈতিক অবস্থা এতটাই খারাপ করে দেওয়া হবে যে কখনও মাথা তুলে দাঁড়াতে পারবে না। কারণ তোমরা যেটা করছ সেটাকে ব্লাড মানি বলে। সময় এসেছে কাউকে বেছে নেওয়ার। ভারত, চিন ও ব্রাজিল আমেরিকার অর্থনীতিকে বেছে নেবে নাকি পুতিনকে সাহায্য করে যাবে। আমার মনে হয় ওরা মার্কিন অর্থনীতিকেই বেছে নেবে।” যদিও এই হুমকি আমেরিকার কাছ থেকে আগেও পেয়েছে ভারত। সম্প্রতি ন্যাটো প্রধান মার্ক রুট বলেন, “ভারতের প্রধানমন্ত্রী, চিনের প্রেসিডেন্ট ও ব্রাজিলের প্রেসিডেন্ট, আপনারা যদি রাশিয়ার সঙ্গে বাণিজ্য চালিয়ে যান, ওদের থেকে তেল ও গ্যাস কেনেন সেক্ষেত্রে আপনাদের উপর ১০০ শতাংশ নিষেধাজ্ঞা জারি করা হবে।" 

তবে ভারত নিজের সিদ্ধান্তে অটল। আমেরিকার এই হুমকিতে যে ভারত একেবারেই ভয় পাচ্ছে না তা স্পষ্ট করেছেন বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল। তিনি জানান, “এই বিষয়ে একাধিক রিপোর্ট আমাদের নজরে এসেছে। আগামী দিনে এই ইস্যুতে কী কী ঘটে, সেদিকেও লক্ষ্য রাখছি। তবে একটা কথা মনে করিয়ে দিতে চাই, আমাদের দেশের স্বার্থ ও দেশবাসীর জন্য শক্তির জোগানের ব্যবস্থা সুরক্ষিত করাটা অবশ্যই আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই বিষয়ে আমরা সবসময়ে দেখব তৎকালীন আন্তর্জাতিক পরিস্থিতিতে বাজারের কেমন অবস্থা। তবে আমরা সতর্ক করে দিতে চাই, এই ইস্যুতে কোনওরকম দ্বিচারিতা যেন না হয়।”

AUTHOR :Express News Desk

নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ! মার্কিন বিদেশ সচিবের সঙ্গে ফোনালাপে অন্তর্বর্তী সরকারের প্রধান মুহাম্মদ ইউনূস Read Previous

নির্বাচনের প্রস্তুতি নি...

Modi's two-day visit to Britain will see a historic free trade agreement! Read Next

দুদিনের ব্রিটেন সফরে মো...