আই স্টক
একে মেঘলা আকাশ তারপর সারাদিন নাগাড়ে বৃষ্টি। কিন্তু অফিস তো যেতেই হবে। কিন্তু বাইরের ফ্যাকাশে আবহাওয়াতে একটু রঙীন প্রাণউজ্জ্বল পোশাকে অফিসে গেলে নিজের সঙ্গে পরিবেশটাও যেন এক ঘেয়েমি থেকে মুক্তি পায়।
বর্ষাকালে পোশাকের প্রিন্টের ট্রেন্ড হল উজ্জ্বল এবং হালকা রঙের পোশাক, সাথে ফ্লোরাল, জিওমেট্রিক বা পোলকা ডট প্রিন্ট। আরামদায়ক এবং দ্রুত শুকনো হওয়া কাপড় যেমন কটন, লিনেন, বা ভিসকস এই সময়ে জনপ্রিয়। এছাড়াও, বিভিন্ন ধরণের প্রিন্টেড শিফন শাড়ি,প্রিন্ট শার্ট, এ লাইন ড্রেস, এবং কুর্তা অথবা কো-অর্ড সেট এই সময়ে ফ্যাশনে ইন।
ফ্লোরাল প্রিন্টঃ
বর্ষাকালে ফ্লোরাল প্রিন্ট খুবই জনপ্রিয়। ফুল এবং পাতার নকশা বৃষ্টির দিনের জন্য উপযুক্ত এবং সতেজ অনুভূতি নিয়ে আসে। ছোট বা বড় আকারের ফ্লোরাল প্রিন্ট উভয়ই ট্রেন্ডি।
জিওমেট্রিক প্রিন্টঃ
পড়তে পাড়েন জিওমেট্রিক প্রিন্টের শাড়ি অথবা কাফতান কুর্তি। এই প্রিন্টগুলি আধুনিক এবং আকর্ষণীয় দেখায়। লাইন, ত্রিভুজ বা অন্যান্য জ্যামিতিক আকারগুলি পোশাককে একটি আকর্ষণীয় চেহারা দেয়।
এথনিক প্রিন্টঃ
এথনিক প্রিন্ট হিসেবে ঐতিহ্যবাহী নকশা, যেমন কাঁচি, ইক্কত, বা কলমকারি প্রিন্টও বর্ষাকালে বেশ জনপ্রিয়। এই প্রিন্টগুলি পোশাককে একটি ঐতিহ্যবাহী এবং আকর্ষণীয় অনুভূতি দেয়।
তবে অবশ্যই বর্ষায় উজ্জ্বল রঙের পোশাক পড়লে নিজের সৌন্দর্যে অন্যমাত্রা দেওয়ার পাশাপাশি মনেও কনফিডেন্স নিয়ে আসে। উজ্জ্বল রঙ হিসেবে ব্যবহার করতে পারেন সমুদ্র নীল, গাঢ় মাজেন্টা,অলিভ গ্রীন, হালকা শেডের রেড বেশ ট্রেন্ডিং। এই ধনের পোশাকের সঙ্গে হালকা ইয়ার রিং এবং স্মোকি মেকআপ করলেই হয়ে উঠবেন অফিসের ডিভা।