You will be redirected to an external website

পুজোয় সিকিম যাচ্ছেন? ঘুরে দেখুন এই ৩ নতুন অফবিট গ্রাম

Are you going to Sikkim for the puja? Check out these 3 new offbeat villages.

পুজোয় সিকিম যাচ্ছেন

পুজোর ছুটিতে অনেকেই সিকিম ভ্রমণের পরিকল্পনা করেছেন। প্রথমবার এ রাজ্যে গেলে ঘুরে দেখতেই হবে গ্যাংটক, বাবা মন্দির, ছাঙ্গু, নাথু লার মতো জায়গা। এ ছাড়াও অনেকের লিস্টে থাকে পেলিং, রাবাংলা, জ়ুলুকের মতো জায়গা। আর আপনার যদি এই সব জায়গা ঘোরা হয়ে থাকে, তা হলে ভাবতে পারেন সিকিমের ৩ অফবিট স্পটের কথা। প্রথমবার সিকিম ভ্রমণেও এই ৩ জায়গার মধ্যে একটি বেছে নিতে পারেন। এর মধ্যে দু’টি অফবিট পর্যটন স্থান সদ্য আত্মপ্রকাশ ।

সোরেং

পশ্চিম সিকিমের কোলে গড়ে উঠেছে এই নতুন পর্যটন কেন্দ্রটি। চাকুং, সোরেং, শ্রীবাদাম ও মঙ্গলবারে  নিয়ে গঠিত সোরেং। এখানে যেমন সিকিমের প্রাকৃতিক সৌন্দর্য, ঐতিহ্য, সংস্কৃতি ও জনজীবনকে আরও কাছ জানতে পারবেন, তেমনই রয়েছে অ্যাডভেঞ্চার স্পোর্টসের সুযোগ। ট্রেকিং, ক্যাম্পিং, মাউন্টেন বাইকিং, এটিভি রাইডস, হর্স রাইডিং, বোল্ডারিং-এর মতো একাধিক অ্যাক্টিভিটির সুযোগ রয়েছে এখানে। এ ছাড়া প্যারাগ্লাইডিংও করতে পারবেন। গ্রামের মধ্যে থাকা একাধিক বৌদ্ধ বিহার, মন্দির, জলপ্রপাতও ঘুরে দেখতে পারেন। 

নিউ জলপাইগুড়ি থেকে জোরাথাং হয়ে পৌঁছতে হয় সোরেং। গাড়িতে সময় লাগে প্রায় ৫ ঘণ্টা। এ ছাড়া পেলিং ও গ্যাংটক থেকেও সোরাং যেতে পারেন। পেলিং থেকে আড়াই ঘণ্টা এবং গ্যাংটক থেকে ৫ ঘণ্টা সময় লাগবে সোরেং পৌঁছতে। এখানে থাকার জন্য হোমস্টের সুবিধা রয়েছে।

ইয়াঙ্গাং বা ইয়াংগাং

দক্ষিণ সিকিমের নামচি জেলায় লুকিয়ে রয়েছে এই অফবিট স্পট। শহুরে কোলাহল থেকে বেরিয়ে কয়েক দিন প্রকৃতির মাঝে সময় কাটাতে চাইলে বেছে নিন ইয়াঙ্গাংকে। ‘স্লো ট্যুরিজম’-এর অংশ এই পাহাড়ি গ্রাম। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য মনোমুগ্ধকর। চারদিক সবুজে ঢাকা। সাসটেনবল ট্যুরিজম বা ইকো-ট্যুরিজমের খোঁজে যদি থাকেন, অবশ্যই ঘুরে দেখুন ইয়াঙ্গাংয়ের জনজীবন। মেনাম অভয়ারণ্যের মধ্যে অবস্থিত হওয়ায় ইয়াঙ্গাংয়েও আপনি ট্রেকিং, ক্যাম্পিং করতে পারবেন। সময় কাটাতে পারবেন চো লেকের ধারে। ঘুরে দেখতে পারেন এখানকার কয়েক’শ বছর পুরোনো বৌদ্ধ মঠগুলো। চাইলে যেতে পারেন

 

ওখরে

যাঁরা বার্সে রডোডেনড্রন অভয়ারণ্য গিয়েছেন, তাঁদের প্রত্যেকেই ওখরের সঙ্গে পরিচিত। পশ্চিম সিকিমের কোলে অবস্থিত ওখরে হলো বার্সের গেটওয়ে। সোরেংয়ের খুব কাছে অবস্থিত এই অফবিট স্পট। খুব ছোট্ট গ্রাম এবং ভীষণ সুন্দর। ৮,০০০ ফুট উচ্চতায় অবস্থিত হওয়ায় ওখরেতে দাঁড়িয়ে সিকিম ও দার্জিলিংয়ের নয়নাভিরাম সৌন্দর্য উপভোগ করা যায়। হিলে-বার্সে যাওয়ার আগে একরাত কাটানো যেতে পারেন এই ওখরেতে। বার্সে হাইকিংয়ের জন্য হাতে দু’দিন সময় রাখবেন। ঘুরে দেখতে পারেন ওখরে মনাস্ট্রি। জঙ্গলের পথ ধরে আর একটু উপরে উঠে গেলে খুঁজে পাবেন সিকিমের এক অপার সৌন্দর্য। এখানে বৌদ্ধ সন্ন্যাসীরাই বেশি আসেন। 

নিউ জলপাইগুড়ি থেকে জোরাথাং হয়েই পৌঁছতে হয় ওখরে। ১০ নং জাতীয় সড়ক হয়ে পৌঁছতে সময় লাগে প্রায় ৫ ঘণ্টা। ওখরে থাকার জন্য একাধিক হোমস্টে পাওয়া যায়। এ ছাড়া বার্সেতেও থাকার জন্য টেন্ট ও ডরমেটরির সুবিধা রয়েছে। 

সিকিমের এই গ্রামেই। দক্ষিণ সিকিমের একদম মধ্যিখানে ইয়াঙ্গাং অবস্থিত হওয়ায়, সিকিমের যে কোনও প্রান্ত থেকে এখানে যাওয়া যায়।

নিউ জলপাইগুড়ি থেকে ১০ নং জাতীয় সড়ক ধরে নামচি হয়ে পৌঁছে যান ইয়াংগাং বা ইয়াঙ্গাং। সময় লাগবে প্রায় ৪ ঘণ্টা। গ্যাংটক থেকেও ইয়াংগাং যাওয়া যায়। সময় লাগবে মাত্র ২ ঘণ্টা। ইয়াংগাংয়ে থাকার জন্য একাধিক হোমস্টে রয়েছে।

 

AUTHOR :Rima Ghatak

Rima Banerjee is a content writer at Express News, with over 3 years of experience in digital journalism. She holds a Bachelor's degree in Mass Communication from Kazi Nazrul University. Passionate about news and storytelling, Rima is dedicated to delivering accurate, engaging, and timely content that connects with readers across platforms.

উল্লেখ নেই ভারতের! কোলাপুরি চপ্পল নকল করে বিতর্কে ইতালিয়ান ফ্যাশান সংস্থা প্রাডা Read Previous

উল্লেখ নেই ভারতের! কোলাপ...

When and where will landslides occur in hilly areas? The 'Bhusanket' app will inform in advance. Read Next

পাহাড়ি এলাকায় কখন কোথা...