জীবনে কোনওভাবে সাফল্য ধরা দিচ্ছে না? এক পিস লবঙ্গ দিয়ে এ কাজ করে দেখুন তো
জীবনে কোনওভাবে সাফল্য ধরা দিচ্ছে না?
লবঙ্গ এমন এক মশলা, যা কমবেশি সকলের বাড়ির হেঁশেলে মেলে। নানা পদ রান্নার পাশাপাশি অনেক সময় স্বাস্থ্যের সমস্যাতেও এর ব্যবহার দেখা যায়। লবঙ্গের বিরাট উপকারিতা। জ্যোতিষশাস্ত্রেও এর বিশেষ ব্যবহারের কথা উল্লেখ আছে। কোনও বড় কাজ করার আগে লবঙ্গ খেলে সাফল্য ধরা দেওয়ার সম্ভবনা বহুগুণ বেড়ে যায়, এমনটাই বলে জ্যোতিষশাস্ত্র। যে কাজই হোক না কেন, তাতে কোনওরকম বাধা আসে না। আপনি কি জানেন ক’টি লবঙ্গ খেলে হবে সাফল্য ধরা দেবে?
জ্যোতিষশাস্ত্র বলছে, কোনও ব্যক্তি বাড়ি থেকে কোনও কাজে বেরনোর আগে যদি একখানা বা দুটি লবঙ্গ মুখে তুলে নেন, তা হলে যে কাজ করার উদ্দেশ্যে তিনি বেরোচ্ছিলেন, সেখানে সাফল্য আসতে পারে। এ ছাড়া যদি কোনও ব্যক্তি কর্পূরের সঙ্গে লবঙ্গ আগুনে পোড়ান, সেক্ষেত্রে তার বাড়ি থেকে নেতিবাচক শক্তি দূরে চলে যায়। এবং আর্থিক পথ অনেকটা সুগম হয়।
অনেকে এটাও বিশ্বাস করেন যে, কর্মক্ষেত্রে সাফল্য আনার জন্য লবঙ্গের জুড়ি মেলা ভার। শোনা যায়, অনেকে চাকরির পরীক্ষা দেওয়ার আগে মুখে একখানা লবঙ্গ ভরে রাখেন। কারও কারও বিশ্বাস যদি কোনও ব্যক্তি লবঙ্গ নিজের মানিব্যাগে ভরে রাখেন, তা হলে তার হাতে টাকা আসে। সেই সঙ্গে বহু কষ্ট মেটে এবং ভাল যোগ তৈরি হয়।
জ্যোতিষশাস্ত্র বলছে, কোনও শুভ কাজ করার কথা ভেবে বাড়ির থেকে বেরনোর আগে কেউ যদি ৫টি লবঙ্গ সঙ্গে রাখেন, তা হলে ভাল ফল পাওয়া। জামার পকেটে কিংবা মানিব্যাগে যদি এভাবে লবঙ্গ রাখা হয়, তা হলে শুভ ফল পাওয়া যায়। যে ব্যক্তির বাড়িতে অশান্তি নিত্যদিনের ঘটনা, সেখানে ৩ পিস কর্পূরের সঙ্গে ৩টি লবঙ্গ মিশিয়ে জ্বালাতে হবে। বাড়ির বাইরে এটা করলে আর কোনওরকম অশান্তি হবে না।