শ্রাবণ শেষ হওয়ার আগে ঘরে আনুন এই শিবলঙ্গ, সংসারে হবে টাকার বৃষ্টি!
শ্রাবণ শেষ হওয়ার আগে ঘরে আনুন এই শিবলঙ্গ
শ্রাবণ মাসে প্রতি সোমবার নিশ্চয়ই শিবলিঙ্গে জল ঢালছেন? উপোসও করেছন? গোটা দিনই মেতে উঠছেন শিববন্দনায়। কিন্তু জানেন কি, শ্রাবণমাসে এই বিশেষ শিবলিঙ্গ ঘরে আনলে, সুখ-সমৃদ্ধি ভরে যাবে সংসারে।জ্য়োতিষশাস্ত্র ও হিন্দুশাস্ত্র অনুযায়ী, পারদের তৈরি শিবলিঙ্গ অতিশুভ ফলদায়ক। এই শিবলিঙ্গ ঘরে এনে, ঠাকুর ঘরে প্রতিষ্ঠা করলে অর্থনৈতিক মন্দা কাটবে। তবে শুধু কিনে এনে, ঠাকুরঘরে রাখলেই হবে না। বিশেষ উপায়ে পুজোও করতে হবে।
কীভাবে প্রতিষ্ঠা করবেন?
পারদের তৈরি শিবলিঙ্গ অনলাইনে পেয়ে যাবেন। অনেক সময় যে দোকানগুলোতে ঠাকুর, দেবতার মূর্তি তৈরি হয়, সেখানেই অর্ডার দিতে পারেন। সাইজে একটু ছোটোই হয় এই শিবলিঙ্গ।
একটি ছোটো পাথরবাটির উপর বসান এই বিশেষ শিবলিঙ্গ। তারপর একটু হলুদ গুঁড়ো ছড়িয়ে দিন।
প্রতিদিন সকাল সন্ধ্যায় শিবলিঙ্গের সামনে ঘিয়ে প্রদীপ জ্বেলে দিন। ওম নমঃ শিবায় জপ করে মিষ্টি রাখুন শিবের সামনে।
রাতে শোয়ার আগে একটি সাদা কাপড় শিবলিঙ্গের চারপাশে জড়িয়ে রাখুন। আপনি কপালে হলুদ ও চন্দনের তিলক লাগবেন। তাকে মিষ্টি খেতে দিন। এরপর তার মাথায় বেল পাতা দিন। দেখবেন সব সমস্যার সমাধান হবে সহজেই।