You will be redirected to an external website

ঘরে ভাঙা আয়না মানেই চরম অমঙ্গল? বাস্তুশাস্ত্র বলছে…

Mirrors are an essential part of our daily lives. But according to Vastu Shastra, this mirror is not just a tool for seeing the face, it is a powerful carrier of energy.

ঘরে ভাঙা আয়না মানেই চরম অমঙ্গল

আয়না আমাদের দৈনন্দিন জীবনের এক অপরিহার্য অংশ। কিন্তু বাস্তুশাস্ত্র মতে, এই আয়না বা দর্পণ কেবল মুখ দেখার উপকরণ নয়, এটি শক্তির এক শক্তিশালী বাহক। প্রায়ই অসাবধানতায় বাড়ির আয়নায় চির ধরে বা আয়না ভেঙে যায়। অনেকে মায়া করে সেই ভাঙা আয়না বা কাঁচ বাড়িতেই রেখে দেন। তবে বাস্তুবিদরা সতর্ক করে বলছেন, ঘরে ভাঙা আয়না রাখা মানেই চরম নেতিবাচক শক্তিকে আমন্ত্রণ জানানো।

১. কেন ভাঙা আয়না অশুভ? বাস্তুশাস্ত্রে আয়নাকে ইতিবাচক শক্তির প্রতিফলক হিসেবে দেখা হয়। আয়না যদি অখণ্ড থাকে, তবে তা ঘরে সৌভাগ্য বয়ে আনে। কিন্তু সেই আয়নাতেই যখন চির ধরে, তখন তা নেতিবাচক শক্তির কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। শাস্ত্র মতে, আয়না ভাঙার অর্থ হলো পরিবারের ওপর আসা কোনো বড় বিপদ আয়নাটি নিজের ওপর নিয়ে নিয়েছে। তাই সেই ভাঙা অংশ বাড়িতে রাখা মানে বিপদকে আটকে রাখা।

২. বাস্তু মতে এর নেতিবাচক প্রভাব মানসিক অশান্তি: ভাঙা আয়নায় নিজের প্রতিফলন দেখলে মানুষের মানসিক স্থিতি নষ্ট হয়। এটি আত্মবিশ্বাস কমিয়ে দেয় এবং অকারণে মনে ভীতি সঞ্চার করে।

আর্থিক ক্ষতি: মনে করা হয়, যে বাড়িতে ভাঙা কাঁচ বা আয়না থাকে, সেখানে লক্ষ্মীদেবী অবস্থান করেন না। এর ফলে পরিবারে অর্থাভাব ও ঋণের বোঝা বাড়তে পারে।

পারিবারিক বিবাদ: ভাঙা কাঁচের কম্পন ঘরের সম্পর্কের মধ্যে ফাটল ধরাতে পারে। স্বামী-স্ত্রীর মধ্যে কলহ বা ভাই-বোনের মধ্যে দূরত্বের অন্যতম কারণ হতে পারে এই বাস্তুদোষ।

৩. আয়না সম্পর্কিত কিছু জরুরি বাস্তু টিপস কেবল ভাঙা আয়নাই নয়, আয়না রাখার সঠিক নিয়ম না মানলেও ক্ষতি হতে পারে:

ঝাপসা আয়না: আয়না যেন সবসময় পরিষ্কার থাকে। ঝাপসা বা নোংরা আয়না নেতিবাচক প্রভাব ফেলে।

মুখোমুখি আয়না: দুটি আয়না কখনো একে অপরের মুখোমুখি রাখা উচিত নয়, এতে ঘরে অস্থিরতা বাড়ে।

শোওয়ার ঘরে সতর্কতা: বিছানার ঠিক সামনে আয়না রাখবেন না। ঘুমের সময় নিজের প্রতিফলন আয়নায় পড়া শাস্ত্র মতে অশুভ।

৪. প্রতিকারের উপায়

যত দ্রুত সম্ভব ভাঙা কাঁচের টুকরোগুলো বাড়ি থেকে দূরে কোনো নির্জন স্থানে বা আবর্জনার স্তূপে ফেলে দিন।

মায়া করে ফ্রেমে বাঁধানো ভাঙা আয়না সাজিয়ে রাখবেন না।

আয়না ফেলার পর ঘরটি ভালো করে পরিষ্কার করে গঙ্গাজল ছিটিয়ে দিন।

বাস্তু বিশেষজ্ঞরা বলছেন, ছোট একটি অবহেলা আপনার জীবনকে দুর্বিষহ করে তুলতে পারে। তাই বছরের শুরুতে বা ঘর গোছানোর সময় অবশ্যই দেখে নিন আপনার অগোচরে কোথাও কোনো ভাঙা কাঁচ পড়ে আছে কি না। সুস্থ ও সমৃদ্ধ জীবনের জন্য বাস্তুর এই ছোট নিয়মগুলো মেনে চলা অত্যন্ত জরুরি।

AUTHOR :Rima Ghatak

Rima Banerjee is a content writer at Express News, with over 3 years of experience in digital journalism. She holds a Bachelor's degree in Mass Communication from Kazi Nazrul University. Passionate about news and storytelling, Rima is dedicated to delivering accurate, engaging, and timely content that connects with readers across platforms.

উল্লেখ নেই ভারতের! কোলাপুরি চপ্পল নকল করে বিতর্কে ইতালিয়ান ফ্যাশান সংস্থা প্রাডা Read Previous

উল্লেখ নেই ভারতের! কোলাপ...

Be it Christmas, birthdays, or just a casual tea party—everything seems to be boring without cake. Read Next

ওভেন ছাড়াই বানিয়ে ফেলুন ...