রঙীন রেন লিলি
বর্ষায় নানা রঙের রামধনুর শোভা যদি ঘরেই চান, তা হলে রেন লিলির থেকে ভাল কিছু হতে পারে না।
গরমের পরে স্বস্তির বৃষ্টিই এদের পছন্দ। বৃষ্টির জল পেলেই থোকা থোকা রঙিন ফুলের বাহারে বারান্দা ভরিয়ে তুলবে রেন লিলি। বর্ষাকালের ফুল রেন লিলি। সাদা, গোলাপি, হলুদ, লাল-সহ নানা রং এদের পাপড়িতে। রেন লিলি ফোটাতে খুব বেশি পরিচর্যার প্রয়োজন নেই। লম্বাটে, চকচকে পাতার গাছটি আদতে দক্ষিণ ও মধ্য আমেরিকার বৃষ্টি অরণ্যের বাসিন্দা হলেও এর কদর বিশ্ব জুড়েই। বর্ষা আসার আগেই এই ফুল ফোটানোর তোড়জোড় শুরু করতে হবে। বৃষ্টির জল পেলেই নক্ষত্রের মতো ফুটে উঠবে লিলি ফুল।
লিলির কন্দ বা বাল্ব যে কোনও নার্সারি থেকে কিনে নিতে পারেন। বীজ থেকেও চারা তৈরি করা যায়, তবে সে পদ্ধতি জটিল। তার থেকে সুবিধা মতো যে কোনও নার্সারিতে চলে যান। পছন্ডের রঙের রেন লিলির চারা নিয়ে আসুন। গ্রীষ্মকালের শেষ বা মাঝামাঝি সময়ে চারা রোপনের সময়। চওড়া মুখের টব বা বড় আকারের গামলা এই গাছের জন্য আদর্শ।
লিলির জন্য মাটি খুব বেশি ভেজা থাকলে হবে না। শুকনো ঝুরঝুরে মাটিতেই গাছ ভাল হবে। মাটির সঙ্গে মেশাতে হবে ভার্মিকম্পোস্ট, নিমখোল বা পাতা পচা সার। জৈব সারই গাছের জন্য ভাল। জল দিতে হবে পর্যাপ্ত। বিশেষ করে বৃষ্টির সময়ে টবগুলো এমন জায়গায় রাখতে হবে, যাতে গাছ বৃষ্টির জল পায়। তবে টবের জল নিষ্কাশন ব্যবস্থা ভাল হতে হবে। গাছের গোড়ায় যেন জল জমে না থাকে, তা খেয়াল রাখতে হবে।
বিশেষ করে বৃষ্টির সময়ে টবগুলো এমন জায়গায় রাখতে হবে, যাতে গাছ বৃষ্টির জল পায়। আর তাতেই রঙীন হয়ে উঠবে আপনার এক টুকরো বারান্দা।তবে গাছের গোড়ায় যেন জল জমা না হয় সে দিকেও নজর রাখতে হবে।