পুজোয় নজর কাড়ুন রংবাহারি ডিজাইনার ব্লাউজেই
পুজো প্রায় দোরগোড়ায় কড়া নাড়ছে। শাড়ি, ব্লাউজ, গয়না, মানানসই জুতো সবকিছুই পরিপাটি চাই পুজোর এই কটা দিন। বাজারে এখন হাল ফ্যাশনের বিভিন্ন ব্লাউজ ইন। পছন্দের শাড়ির সঙ্গে চেহারার সঙ্গে মাননসই কোন ব্লাউজে সাজবেন জেনে নিন।ব্লাউজ কেনা বা বানানোর আগে তার মাপ ও কাট নিয়ে সচেতন হতে হবে। মনে রাখতে হবে আপনার পছন্দের শাড়ির সঙ্গে আপনার চেহারা অনুযায়ী ব্লাউজ না পরলে কিন্তু পুরো সাজটাই মাটি।
চেহারা বা স্তন ভারী হলে বুকের কাছে জরি বা পাথর দিয়ে নানা কারুকাজ করা ব্লাউজ না পরার চেষ্টাই করুন। বরং ভারী কাজের বদলে এক রঙের হালকা কাপড়ের ব্লাউজ পরতে পারেন আপনার পছন্দের শাড়ির সঙ্গে।
যদি আপনার চেহারার গড়ন হয় তাহলে সেক্ষেত্রে প্যাডেড, হল্টার নেক বা হাইনেক গলার ব্লাউজ ত্রাই করে দেখতে পারেন। এমনকি ব্লাউজের সামনের অংশে পাথরের বা কোনওরকম ভারী কাজ থাকলেও দেখতে ভালো লাগবে। আপনার চেহারার সঙ্গে মানানসইও হবে।