কীভাবে সাজবেন করবা চৌথে?
আর মাত্র ক'টা দিনের অপেক্ষা, তারপরই আসছে করবা চৌথ। স্বামীর দীর্ঘায়ু কামনায় এই নির্জলা উপোসের দিনটিতে মহিলারা নিজেদের সুন্দর করে সাজেন। বিভিন্ন ধরনের সব শাড়ি পরেন। ঐতিহ্য মেনে লাল শাড়ি থেকে শুরু করে আনারকলি, কোন পোশাকে এবারের করবা চৌথে আপনি হয়ে উঠবেন অনন্য। দেখে নিন সেই তালিকা।
করবা চৌথের দিনে লাল রঙের প্রাধান্য থাকে সবচেয়ে বেশি। লাল রঙকে ভারতীয় সংস্কৃতিতে শুভ, প্রেম এবং সমৃদ্ধির প্রতীক মনে করা হয়। বেশিরভাগ নারীই লাল রঙের বেনারসি, কাঞ্জিভরম বা সিল্কের শাড়ি পরতে পছন্দ করেন।
বর্তমানে ভারী বেনারসির পরিবর্তে হালকা জর্জেট, শিফন বা লেসের কাজ করা লাল শাড়িও বেশ জনপ্রিয় হয়েছে। যারা ভারী পোশাকে স্বচ্ছন্দ নন, তারা এই হালকা শাড়ির সঙ্গে সূক্ষ্ম কারুকার্য করা ব্লাউজ বেছে নিচ্ছেন।
যারা শাড়ির চেয়ে অন্যকিছু পরতে চান, তাঁদের জন্য আনারকলি সালোয়ার কামিজ বা লেহেঙ্গা এখন দারুণ বিকল্প। ফ্লোয়ি প্যাটার্ন এবং জমকালো এমব্রয়ডারি, আয়নার কাজ বা জারদৌসি কাজের জন্য আনারকলি জনপ্রিয়। এটি শাড়ির মতোই ঐতিহ্যবাহী লুক দেয়, কিন্তু পরতে অনেক বেশি আরামদায়ক।
লাল ছাড়াও আজকাল মেরুন, গাঢ় গোলাপী, কমলা বা সোনালী শেডের আনারকলি ও লেহেঙ্গা দেখা যাচ্ছে। লেহেঙ্গাতেও এখন ফিশ-কাট বা ক্রপ টপ ব্লাউজের মতো আধুনিক কাট পাওয়া যাচ্ছে।
করবা চৌথের সাজ শুধু পোশাকের মধ্যেই সীমাবদ্ধ নয়, সাজতে পারেন মনের মতোই। লাল শাড়ির সঙ্গে সোনালী গয়না বা কুন্দন সেট খুব ভালভাবে মানায়। চুড়ি, টিকলি, কানের দুল, নেকলেস এবং আংটি পরতে পারেন।