শীত পড়ার আগেই গাঁটের ব্যথা?
ক্যালেন্ডার বলছে এখনও শীতের আগমন ঘটেনি, কিন্তু ভোরের আবহাওয়া এবং রাতের পারদ পতন জানান দিচ্ছে ঋতু পরিবর্তনের বার্তা। আর এই পরিবর্তন সবচেয়ে বেশি টের পান যাঁরা দীর্ঘদিনের গাঁটের বা বাতের ব্যথায় ভোগেন। ঠান্ডা বাড়ার আগেই হাঁটু, কোমর বা আঙুলের গাঁটে জট পাকাতে শুরু করে ব্যথা ও জড়তা। তাই শীত আসার আগে বেশ কিছু খাবার পাতে রাখলে এই কষ্ট থেকে মুক্তি পেতে পারেন।
বিশেষজ্ঞদের মতে, শীতকালে তাপমাত্রা কমে যাওয়ায় জয়েন্টের ভেতরের তরল ঘন হয়ে যায় এবং পেশিগুলো শক্ত হয়ে যায়। ফলে রক্ত সঞ্চালন কমে এবং ব্যথা বাড়ে। তবে এই ব্যথা কমানোর জন্য কেবল গরম পোশাক বা সেঁকই যথেষ্ট নয়, প্রতিদিনের খাদ্যতালিকাও হতে পারে শক্তিশালী প্রতিষেধক।
১. ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ মাছ
গাঁটের ব্যথা কমানোর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হলো ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড। এটি শরীরে প্রদাহ কমাতে সাহায্য করে। যা ব্যথার মূল কারণ।
কোন খাবার খাবেন? স্যামন, টুনা, সার্ডিন বা কমবেশি সকলের পরিচিত ইলিশ, রুই ও কাতলা মাছের তেল। সপ্তাহে অন্তত দু’বার এই ধরনের মাছ পাতে রাখুন। যাঁরা মাছ খান না, তাঁরা আখরোট, চিয়া বীজ এবং ফ্ল্যাক্স সিডস খেতে পারেন।
২. হলুদ ও আদা (প্রাকৃতিক প্রদাহ-বিরোধী মশলা)
ভারতীয় রান্নাঘরের এই দুই পরিচিত মশলা আসলে প্রাকৃতিক বেদনানাশক। হলুদে রয়েছে কারকিউমিন, যা শক্তিশালী অ্যান্টি-ইনফ্ল্যামেটরি গুণ সমৃদ্ধ। এটি আর্থ্রাইটিসের ব্যথা কমাতে সাহায্য করে। প্রতিদিন রাতে শোওয়ার আগে এক গ্লাস গরম দুধে এক চিমটি হলুদ মিশিয়ে খান। আর আদার মধ্যে থাকা উপাদানগুলো ব্যথার জন্য দায়ী এনজাইমগুলোর কার্যকারিতা কমাতে সাহায্য করে। আদা চা পান করতে পারেন, বা রান্নায় বেশি পরিমাণে আদা ব্যবহার করুন।
৩. ভিটামিন ডি ও ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার
শীতকালে সূর্যের আলো কম থাকার কারণে শরীরে ভিটামিন ডি-এর ঘাটতি হয়। ভিটামিন ডি হাড়ের জন্য প্রয়োজনীয় ক্যালসিয়াম শোষণে সাহায্য করে। এর ঘাটতি হলে হাড় ও জয়েন্টের সমস্যা বাড়ে।
কোন খাবার খাবেন? ভিটামিন ডি – ডিমের কুসুম, ফ্যাটি মাছ, ফর্টিফায়েড দুধ বা দুগ্ধজাত পণ্য। ডাক্তারের পরামর্শ নিয়ে ভিটামিন ডি সাপ্লিমেন্টও খেতে পারেন। ক্যালসিয়াম – দই, পনির, ছানা এবং সবুজ পাতাযুক্ত শাকসবজি (যেমন বাঁধাকপি, ব্রকোলি) হাড়ের স্বাস্থ্য ভাল রাখে।
৪. রঙিন ফল ও শাকসবজি (অ্যান্টিঅক্সিডেন্ট)
রঙিন ফল ও সবজিতে থাকে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট। এই উপাদানগুলো ফ্রি রেডিক্যালের বিরুদ্ধে লড়াই করে এবং গাঁটের প্রদাহ কমায়।