You will be redirected to an external website

ম্যাট মেকআপে দীপিকার মতো ‘গ্লাস স্কিন’ পেতে চান পুজোয়? রইল টিপস

Actresses are a big source of confidence for us when it comes to dressing up for any festival.

কীভাবে এই মেকআপ করবেন জেনে নিন

যে কোনও উৎসবে আমজনতার সেজে ওঠার ক্ষেত্রে একটা বড় ভরসাস্থল বলা যায় নায়িকারা। সেভাবেই আপনি কিন্তু এই বিষয়ে নায়িকা দীপিকা পাড়ুকোনের মতো সেজে উঠতে পারেন। দীপিকা মূলত ম্যাট মেকআপে ‘গ্লাস স্কিন’এ নজর কাড়েন। অন্যদিকে পুজোর ভিড়ে হালকা মেকআপে সেজে ওঠার মতো স্বস্তি আর কিছুতে নেই। তাই চোখ বন্ধ করে আপনি ফলো করতে পারেন ঠিক দীপিকার মতো মেকআপ। কীভাবে এই মেকআপ করবেন জেনে নিন।

প্রথমে ভালোভাবে ক্লিনজার দিয়ে মুখ পরিষ্কার করে নিয়ে মুখ তোয়ালে দিয়ে মুছে নিয়ে ভালোভাবে মুখের ত্বক শুকিয়ে নিন। এরপর আপনার ত্বকের সঙ্গে যায় এরকম ময়শ্চারাইজার ভালোভাবে মুখে মেখে নিন। এরপর আপনার চোখের তলায় এবং প্রয়োজন হলে মুখে হালকা দাগ থাকলে সেই জায়গাগুলিতেই কনসিলার লাগিয়ে ব্লেন্ডার দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিন। যদি কনট্যুর করতে চান তাহলে মুখের সঠিক সেই জায়গাগুলিতে কনট্যুর করে নিন আবারও ব্লেন্ডার দিয়ে। বেসিক মেকআপের এই পর্ব মিটে গেলে এবার আপনার ত্বকের সঙ্গে যায় এরকম ফাউন্ডেশন আপনার মুখে ভালোভাবে ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিন। যাতে তা আপনার ত্বকের সঙ্গে সঠিকভাবে মিশে গিয়ে একটা ন্যাচারাল গ্লো তৈরি করতে পারে। চাইলে ব্লেন্ডারের বদলে মেকআপ ব্রাশও ব্যবহার করতে পারেন।

মুখের ত্বকের পাশাপাশি সঠিকভাবে চোখের মেকআপও করতে হবে দীপিকার মতো তাই ঠিক তাঁর পছন্দের রঙের শ্যাডো ব্যবহার করুন। চোখের নিচে একটি ব্রাশে করে লুজ পাউডার দিয়ে চোখের উপরের অংশে মূলত ব্রাউন রঙের আইশ্যাডো একটি সঠিক ব্রাশ দিয়ে ব্লেন্ড করে নিন। এতে ন্যাচারাল গ্লো যেমন থাকবে তেমনই সুন্দর লাগবে আপনার চোখ। চাইলে কিছুটা শিমারি আইশ্যাডোও ব্যবহার করতে পারেন নায়িকার মতো। সঙ্গে আপনার আঁখিপল্লব আরও সুন্দর দেখাতে মাসকারা ব্যবহার করতে ভুলবেন না। সঙ্গে আই লাইনারও কিন্তু মাস্ট। ঠিক এভাবে চোখের মেকআপ সারেন দীপিকা। পুরো মেকআপের সঙ্গে যাবে ঠিক সেরকম মানানসই ন্যুড রঙের লিপস্টিক ব্যবহার করুন। তাতে আপনার মেকআপ কখনই অতিরিক্ত মনে হবে না। শেষে সামান্য ব্লাশার ও হাইলাটার দিয়ে নিলেই আপনার পুজোর আপনার মেকআপ সম্পূর্ণ। পুজোর ভিড়ে যাতে মেকআপ নষ্ট না হয় তাই সবশেষে মেকআপ সেটিং স্প্রে-ও দিয়ে নিতে পারেন। আর এভাবে সেজে উঠতে পারলেই কিন্তু এই পুজোয় দীপিকার আদলে সেজে উঠতে পারবেন আপনি।

AUTHOR :Rima Ghatak

Rima Banerjee is a content writer at Express News, with over 3 years of experience in digital journalism. She holds a Bachelor's degree in Mass Communication from Kazi Nazrul University. Passionate about news and storytelling, Rima is dedicated to delivering accurate, engaging, and timely content that connects with readers across platforms.

উল্লেখ নেই ভারতের! কোলাপুরি চপ্পল নকল করে বিতর্কে ইতালিয়ান ফ্যাশান সংস্থা প্রাডা Read Previous

উল্লেখ নেই ভারতের! কোলাপ...

Whether you're on a bus, train, or metro, or out on the street, four out of ten people can now see tattoos on one side or the other of their bodies. Read Next

পুজোয় ট্যাটু করানোর কথা ...