You will be redirected to an external website

Rui Posto: একঘেয়ে মাছের পদ রেঁধে বিরক্ত? রুই ‘পোস্ত’ ট্রাই করতে পারেন এই রোববার

If you are a boy or girl from a 'Ghati' family, it goes without saying that you are a die-hard fan of 'Post'. Be it vegetables or fish or meat - wherever there is poppy seeds, the taste is different

রুই ‘পোস্ত’ ট্রাই করতে পারেন এই রোববার

রাতে সরষে খেলে অ্যাসিড হয়, পেটে সহ্য হয় না। এদিকে ঝাল ঝাল আদা রসুন দিয়ে মাছ খেতে ভাল লাগে না সবসময়। একঘেয়ে লাগে।

‘ঘটি’ পরিবারের ছেলে বা মেয়ে হলে তিনি ‘পোস্ত’র ডাই হার্ট ফ্যান তা বলার অপেক্ষা রাখে না। সবজি হোক বা মাছ-মাংস—যেখানে পোস্ত আছে, সেখানে স্বাদও আলাদা। এবার মাছের অন্যরকম পদ বানাতে চাইলে রুই পোস্ত মাস্ট! ভাতের সঙ্গে খাওয়ার জন্য একদম উপযুক্ত এই পদটি।

কীভাবে বানাবেন, কী কী লাগবে?

  • রুই মাছ – ৬ টুকরো
  • পেঁয়াজ – ১টা (মাঝারি, খুব পাতলা করে কাটা)
  • পোস্ত দানা – ২ টেবিল চামচ
  • হলুদ গুঁড়ো – আধ চা চামচ
  • লাল মরিচ গুঁড়ো – আধ চা চামচ
  • কাঁচা লঙ্কা – ৫-৬টা (চিরে নেওয়া)
  • সরষের তেল – ৫-৬ টেবিল চামচ
  • নুন – পরিমাণমতো

পদ্ধতি

১. মাছের টুকরোগুলিতে এক চিমটি হলুদ গুঁড়ো ও নুন মেখে রাখুন।
২. পোস্ত দানা আধ ঘণ্টা জলে ভিজিয়ে রেখে মিহি পেস্ট করে নিন।
৩. কড়াইতে ৪ টেবিল চামচ তেল গরম করে মাছ হালকা বাদামি করে ভেজে তুলে রাখুন।
৪. কড়াইতে আরও ১ টেবিল চামচ তেল দিন। তাতে ৪টা চিরে নেওয়া কাঁচা লঙ্কা ফোড়ন দিন।
৫. গন্ধ বেরোলে পোস্তবাটা দিন, নাড়াচাড়া করুন।
৬. এখন হলুদ গুঁড়ো ও লাল মরিচ গুঁড়ো দিন। অল্প জল ছিটিয়ে ২-৩ মিনিট কষে নিন।
৭. আধ কাপ গরম জল দিন, নুন ঠিক করুন।
৮. এবার ভাজা মাছ কড়াইতে দিয়ে ঢেকে ৩-৫ মিনিট রান্না করুন।
৯. শেষে আরও ২টা কাঁচা লঙ্কা ও ১ টেবিল চামচ কাঁচা সরষের তেল দিন।
১০. উনুন বন্ধ করে ১০ মিনিট ঢেকে রাখুন।

পরিবেশন

গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন এই সহজ কিন্তু সুস্বাদু রুই মাছের পোস্ত।

AUTHOR :Rima Ghatak

Rima Banerjee is a content writer at Express News, with over 3 years of experience in digital journalism. She holds a Bachelor's degree in Mass Communication from Kazi Nazrul University. Passionate about news and storytelling, Rima is dedicated to delivering accurate, engaging, and timely content that connects with readers across platforms.

উল্লেখ নেই ভারতের! কোলাপুরি চপ্পল নকল করে বিতর্কে ইতালিয়ান ফ্যাশান সংস্থা প্রাডা Read Previous

উল্লেখ নেই ভারতের! কোলাপ...

Many people suffer from dandruff during the season change. Using thousands of products available in the market does not help. Read Next

হাজার চেষ্টাতেও খুশকি য...