You will be redirected to an external website

পোলাও রাঁধার সময় জাস্ট এটা দিয়ে দিন! সাধ বাড়বে তিনগুণ

Just use this while cooking pulao! The taste will increase threefold.

সুস্বাদু চিংড়ির পোলাও

পোলাও পদটি বাঙালির পাতে পড়লেই , একেবারেই অন্যরকম কিছু পদ, তাহলে তো খাবার টেবিলে হইচই পড়েই যাবে। হ্য়াঁ, এমনই এক পদ হল, চিংড়ির পোলাও। যা কিনা রান্না করতেও সহজ। এবং সময়ও লাগবে মাত্র ৫ মিনিট।

যা যা লাগবে–

চিংড়ি মাছ ১ কাপ, তেল/ঘি মিলিয়ে ৬ টেবিল চামচ, পেঁয়াজকুচি কাপ, পেঁয়াজবাটা ২ টেবিল চামচ, রসুনবাটা ১ চা চামচ, আদাবাটা চা চামচ, জিরেবাটা ১ চা চামচ, নুন পরিমাণমতো, এলাচ/দারচিনি ৪-৫টি, কাঁচা লঙ্কাবাটা ১ চা চামচ, পোলাও চাল ২ কাপ, জল ২ কাপ, নারকেল দুধ ২ কাপ, চিনি ১ টেবিল চামচ।

এভাবে তৈরি করুন—

মাইক্রোওয়েভ ডিশে প্রথমে তেল/ঘি ও পেঁয়াজকুচি দিয়ে হাইতে ৬ মিনিট রান্না করুন। এরপর এলাচ দারচিনিসহ বাকি সব মশলা দিয়ে ৩ টেবিল চামচ জল দিয়ে মশলা কষান। হাইতে আরও ৩ মিনিট ঢাকনা ছাড়া রান্না করুন। এরপর চিংড়ি মাছ দিয়ে আরও ৪ মিনিট রান্না করুন ঢাকনাসহ। এরপর চাল, জল, নারকেলের দুধ ও চিনি দিয়ে হাই-তে ১৬ মিনিট রান্না করুন। তারপর কমিয়ে নিয়ে আরও ৫ মিনিট রেখে নামিয়ে সুন্দরভাবে সাজিয়ে পরিবেশন করুন। তৈরি আপনার সুস্বাদু চিংড়ির পোলাও।

AUTHOR :Rima Ghatak

Rima Banerjee is a content writer at Express News, with over 3 years of experience in digital journalism. She holds a Bachelor's degree in Mass Communication from Kazi Nazrul University. Passionate about news and storytelling, Rima is dedicated to delivering accurate, engaging, and timely content that connects with readers across platforms.

উল্লেখ নেই ভারতের! কোলাপুরি চপ্পল নকল করে বিতর্কে ইতালিয়ান ফ্যাশান সংস্থা প্রাডা Read Previous

উল্লেখ নেই ভারতের! কোলাপ...

Home alone, suddenly feeling a flutter in the chest, seeing darkness before his eyes, how will he withstand the shock of a heart attack? Read Next

বাড়িতে একা, আচমকাই বুক ধ...