You will be redirected to an external website

Ashtami Bhog:এই পুজোয় অষ্টমীর ভোগে থাকুক নতুনত্ব, গরম লুচির সঙ্গে পরিবেশন করুন মৌরি পটল

Durga Puja is a festival of food and drink. Many people plan to eat at restaurants during the Puja days.

গরম লুচির সঙ্গে পরিবেশন করুন মৌরি পটল

দুর্গাপুজো মানেই খাওয়া-দাওয়ার উৎসব। পুজোর দিনগুলোতে অনেকেই রেস্তরাঁয় খাওয়ার প্ল্যান করে ফেলেন। তবে অষ্টমীর দিন অনেক বাড়িতেই নিরামিষ খাওয়ার রীতি মেনে চলা হয়। সেদিন বাইরের খাবার নয়, সকাল থেকেই ফল-প্রসাদ আর ভোগ খাওয়া হয় (Durga Puja Ashtami Bhog)। দুপুরে বাড়িতে জমে ওঠে রান্নার আয়োজন—কেউ বানান লুচি, কেউ পরোটা।

অষ্টমীর ভোগে (Durga Puja Ashtami Bhog) খিচুড়ি, বেগুনভাজা আর নিরামিষ লাবড়া তো থাকেই, কিন্তু অনেকেই খিচুড়ির বদলে গরম গরম লুচি খেতে পছন্দ করেন। লুচির সঙ্গে চাই মুখরোচক নিরামিষ তরকারি। সারা বছরই লুচির সঙ্গী বলতে আলুরদম বা পনিরের কোনও পদই চলে আসে মনে। কিন্তু পুজোয় চাই একটু আলাদা স্বাদ!

অষ্টমীর নিরামিষ ভোজে তাই বানিয়ে ফেলুন মৌরি-পটল। গরম গরম লুচির সঙ্গে দারুণ মানিয়ে যাবে এই রেসিপি।

উপকরণ:

পটল - ১০-১২টি (খোসা ছাড়ানো)
টমেটো - ১টি (কুচি করা)
আদা বাটা - ১ চা চামচ
মৌরি - ১ চা চামচ
জিরে - ১/২ চা চামচ
শুকনো লঙ্কা - ১-২টি
হলুদ গুঁড়ো - ১/২ চা চামচ
লঙ্কাগুঁড়ো - ১ চা চামচ
ধনেগুঁড়ো - ১ চা চামচ
নুন - স্বাদমতো
চিনি - ১/২ চা চামচ
তেল - পরিমাণমতো

  • প্রথমে মিক্সারে মৌরি, এলাচ, লবঙ্গ এবং ফ্রেশ ক্রিম একসঙ্গে ব্লেন্ড করে একটি মসৃণ মিশ্রণ তৈরি করে নিন।
  • কড়াইতে তেল গরম করুন। তাতে সামান্য নুন ছিটিয়ে পটলগুলো লালচে করে ভেজে তুলে রাখুন।
  • ওই তেলেই আবার একটু নুন, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো এবং অল্প জল দিয়ে মশলা কষিয়ে নিন।
  • মশলা থেকে তেল ছেড়ে এলে অল্প চিনি দিয়ে নাড়তে থাকুন।
  • এবার টক দই দিয়ে মশলা আরও কিছুক্ষণ কষিয়ে নিন। মশলার কাঁচা গন্ধ চলে গেলে আগে থেকে তৈরি করে রাখা মৌরি-এলাচের মিশ্রণটি দিয়ে দিন।
  • হালকা নেড়ে ভালোভাবে মিশিয়ে ভেজে রাখা পটলগুলো দিয়ে দিন।
  • মশলার বাটি ধুয়ে সামান্য জল দিয়ে ঝোল তৈরি করে ঢেকে দিন। মাঝারি আঁচে রান্না করুন।
  • ঝোল ঘন হয়ে ফুটে উঠলে নামিয়ে নিন।
  • গরম গরম লুচি বা পরোটার সঙ্গে পরিবেশন করুন এই সুস্বাদু মৌরি পটল।

AUTHOR :Rima Ghatak

Rima Banerjee is a content writer at Express News, with over 3 years of experience in digital journalism. She holds a Bachelor's degree in Mass Communication from Kazi Nazrul University. Passionate about news and storytelling, Rima is dedicated to delivering accurate, engaging, and timely content that connects with readers across platforms.

উল্লেখ নেই ভারতের! কোলাপুরি চপ্পল নকল করে বিতর্কে ইতালিয়ান ফ্যাশান সংস্থা প্রাডা Read Previous

উল্লেখ নেই ভারতের! কোলাপ...

Puja means a long vacation. A break from the busy environment. And during this time, many people feel the heat under their feet. Read Next

পুজোর আগে পর্যটক টানতে ত...