শীতের সন্ধ্যায় ঘরেই বানিয়ে ফেলুন সাবুদানার পায়েস
শীতের সন্ধ্যা মানেই বাঙালির পাতে চাই একটু মন ভালো করা উষ্ণতার ছোঁয়া। আর সেই উষ্ণতার সঙ্গে যদি জিভে জল আনা মিষ্টি স্বাদ যোগ হয়, তবে কথাই নেই। ঠিক এমনই এক ডেজার্ট হল সাবুদানার পায়েস (Sabudana Kheer)। শুধু উৎসবের মরসুমে নয়, শীতের মনোরম আবহাওয়া এই পায়েসের স্বাদ উপভোগ করার জন্য একেবারে আদর্শ সময়।
খুব কম সময়ে, হাতের কাছে থাকা সাধারণ উপকরণ দিয়েই অনায়াসে তৈরি করা যায় সাবুদানা পায়েস। এক বাটি গরম পায়েস (Sabudana Kheer recipe) মুহূর্তেই শীতের সন্ধ্যাকে করে তোলে আরও বিশেষ। শরীর ও মন-দু’টিকেই দেয় আরামের অনুভূতি। এই ঠান্ডায় উষ্ণতার পরশ পেতে এর চেয়ে ভালো বিকল্প আর কী হতে পারে?
শীতের সন্ধ্যায় সাবুদানার পায়েসের বিশেষত্ব
শীতকাল এলেই মন চায় এমন কিছু খাবার, যা একদিকে গরম, অন্যদিকে হালকা অথচ তৃপ্তিদায়ক। এই জায়গাতেই সাবুদানার পায়েস (Sabudana Kheer) বাঙালির ঘরে ঘরে বিশেষ জায়গা করে নিয়েছে। এটি শুধু একটি মিষ্টি পদ নয়, বরং বাঙালি খাদ্যসংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ।
সাবুদানার পায়েসের (Sabudana Kheer) সবচেয়ে বড় আকর্ষণ হল এর সহজ প্রস্তুত প্রণালি ও অতুলনীয় স্বাদ। ঠান্ডা হাওয়ার মধ্যে এক বাটি গরম পায়েস নিমেষেই দূর করে দেয় দিনের ক্লান্তি। শিশু থেকে শুরু করে বয়স্ক—সব বয়সের মানুষের কাছেই এই পদ সমান প্রিয়।
সাবুদানা (Sabudana Kheer) মূলত ট্যাপিওকা গাছের মূল থেকে প্রস্তুত শ্বেতসারসমৃদ্ধ খাদ্য। এটি হজমে সহজ এবং শরীরকে দ্রুত শক্তি জোগায়। শীতের সন্ধ্যায় ভারী খাবার এড়িয়ে হালকা অথচ পুষ্টিকর কিছু খেতে চাইলে সাবুদানা পায়েস নিঃসন্দেহে চমৎকার বিকল্প। দুধ, চিনি ও এলাচের মসৃণ স্বাদের মেলবন্ধনে এই পায়েস হয়ে ওঠে আরও আকর্ষণীয়। যদিও উপবাসের দিনেই সাবুদানা খাওয়ার চল বেশি, তবে বর্তমানে এর স্বাদ ও পুষ্টিগুণের জন্য এটি দৈনন্দিন ডেজার্ট হিসেবেও সমান জনপ্রিয়।
উপকরণ যা আপনার রান্নাঘরেই মিলবে
সাবুদানার পায়েস (Sabudana Kheer) বানাতে খুব বেশি উপকরণের দরকার নেই। সাধারণত বাড়িতেই থাকা কিছু উপকরণ দিয়েই তৈরি হয়ে যায় এই সুস্বাদু পদ।
- সাবুদানা: ১/২ কাপ (ছোট দানা হলে ভালো)
- দুধ: ১ লিটার (ফুল ক্রিম হলে পায়েস হবে আরও ঘন ও সুস্বাদু)
- চিনি: ১/২ থেকে ৩/৪ কাপ (স্বাদ অনুযায়ী)
- এলাচ গুঁড়ো: ১/২ চা চামচ
- ঘি: ১ চা চামচ
- কিশমিশ: ১ টেবিল চামচ
- কাজু বাদাম: ১ টেবিল চামচ (কুচি করা)
- পেস্তা বাদাম: ১ টেবিল চামচ (সাজানোর জন্য)
- জাফরান: এক চিমটি
- সামান্য জল: সাবু ভেজানোর জন্য
সাবুদানা পায়েস (Sabudana Recipe) তৈরির সহজ পদ্ধতি
প্রথমে সাবুদানা (Sabudana Kheer) ভালো করে ২–৩ বার জল দিয়ে ধুয়ে নিন, যতক্ষণ না জল পরিষ্কার হয়। এরপর ১/২ কাপ জলে ৩০ মিনিট থেকে ১ ঘণ্টা ভিজিয়ে রাখুন। সাবুদানা ফুলে দ্বিগুণ হয়ে গেলে জল ঝরিয়ে একপাশে রাখুন।
একটি পাত্রে দুধ নিয়ে মাঝারি আঁচে ফোটাতে দিন। দুধ ফুটে উঠলে আঁচ কমিয়ে মাঝে মাঝে নেড়ে দিন, যাতে দুধ তলায় লেগে না যায়। দুধ সামান্য ঘন হলে তাতে ভেজানো সাবুদানা যোগ করুন। ভালো করে মিশিয়ে সাবুদানা স্বচ্ছ হওয়া পর্যন্ত রান্না করুন। এই ধাপটি সাধারণত ১৫–২০ মিনিট সময় নেয়।
এরপর চিনি ও এলাচ গুঁড়ো যোগ করে নেড়ে দিন। চিনি গলে গেলে চাইলে সামান্য গরম দুধে ভেজানো জাফরান মিশিয়ে নিতে পারেন। অন্যদিকে ছোট প্যানে ঘি গরম করে কাজু ও কিশমিশ হালকা ভেজে পায়েসে যোগ করুন।
সব উপকরণ ভালভাবে মেশানোর পর আরও ৫–১০ মিনিট অল্প আঁচে রান্না করুন। মনে রাখবেন, ঠান্ডা হলে পায়েস আরও ঘন হয়, তাই একটু পাতলা রাখাই ভালো। তৈরি হয়ে গেলে আঁচ বন্ধ করুন। গরম বা ঠান্ডা- দু’ভাবেই পরিবেশন করা যায়। উপর থেকে পেস্তা কুচি ছড়িয়ে দিলে দেখতে ও স্বাদে দু’দিকেই জমে যায়।