কয়েক মিনিটেই দেখুন বিট রুটের জাদু
রূপচর্চার জন্য প্রচুর দাম দিয়ে কেনা প্রসাধনীর পেছনে না ছুটে, যদি রান্নাঘরের একটি সাধারণ সবজি ব্যবহার করেন, তা হলে আপনার ত্বক হবে গোলাপি, উজ্জ্বল এবং দাগহীন। এই সবজি হল বিট রুট (Beetroot)। ভিটামিন, অ্যান্টিঅক্সিডেন্ট এবং আয়রন সমৃদ্ধ এই গাঢ় লাল রঙের সবজিটি ত্বকের যত্নে এক ম্যাজিক উপাদান হিসেবে কাজ করে। বিট রুট শুধু স্বাস্থ্যের জন্যই নয়, সকলের ত্বকের তারুণ্য ধরে রাখতেও অত্যন্ত কার্যকরী। নিয়মিত বিটের ফেস মাস্ক ব্যবহার করলে ত্বকে ফিরে আসবে প্রাকৃতিক জেল্লা, দূর হবে ব্রণ ও কালচে দাগ।
ত্বকের যত্নে বিটের অসাধারণ উপকারিতা —
বিটের মধ্যে রয়েছে ভিটামিন সি, ভিটামিন এ, আয়রন এবং অ্যান্টিইনফ্লেমেটরি উপাদান, যা ত্বকের বিভিন্ন সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নিম্নে বিটের উপকারিতা নিয়ে বিস্তারিত আলোচনা করা হল।
গোলাপি আভা ও উজ্জ্বলতা:
বিটের রস রক্ত পরিশোধিত করতে সাহায্য করে। ত্বকের ওপর এটি ব্যবহার করলে রক্ত সঞ্চালন বাড়ে। যার ফলে মুখে আসে এক স্বাভাবিক লালচে বা গোলাপি আভা। এর ফলে কোনওরকমের মেকআপের প্রয়োজন কমে যায়।
দাগছোপ ও পিগমেন্টেশন কমায়:
বিটে থাকা উচ্চমাত্রার ভিটামিন সি মেলানিন উৎপাদন কমাতে সাহায্য করে। এটি ত্বকের কালো দাগ, ব্রণর দাগ এবং হাইপারপিগমেন্টেশন হালকা করতে খুবই কার্যকরী।
ব্রণ ও র্যাশ নিয়ন্ত্রণ:
বিটের মধ্যে থাকা অ্যান্টি-ইনফ্লেমেটরি গুণাবলী ত্বকের অতিরিক্ত তেল কমাতে পারে এবং ব্রণের প্রবণতা প্রতিরোধ করে।
অকাল বার্ধক্য প্রতিরোধ:
এতে থাকা শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট ও কোলাজেন উদ্দীপক উপাদান ত্বকের স্থিতিস্থাপকতা উন্নত করে। এটি বলিরেখা ও সূক্ষ্ম রেখা কমাতে সাহায্য করে এবং ত্বককে টান টান রাখে।
গভীর হাইড্রেশন:
বিটের ফেসপ্যাক ত্বককে গভীরভাবে আর্দ্র রাখে, যা শুষ্ক ত্বকের জন্য খুবই উপকারী।