বেবি বাম্প নিয়ে ফ্যাশন পার্টিতে আসতেই জল্পনা শুরু
কয়েকদিন আগেই ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল জানিয়েছেন তাঁদের সংসারে আসতে চলেছে নতুন সদস্য। এখন শুধুই দিন গোণার পালা। আর এবার সোনাক্ষী সিনহার মা হওয়ার খবর নিয়ে গুঞ্জনপাড়া তোলপাড়! আর ব্যাপারটি ঘটল মুম্বইয়ের এক ফ্যাশন শোয়ে।
সম্প্রতি মুম্বইয়ে হয়ে গেল ফ্য়াশন ডিজাইনার বিক্রম ফডনিশের ফ্যাশন শো। যেখানে উপস্থিত ছিলেন সলমন খানের মতো বলিউড তারকারা। সেখানেই স্বামী জাহির ইকবালকে সঙ্গে । নিয়ে হাজির হয়েছিলেন সোনাক্ষী সিনহা। লাল রঙের ঢিলেঢালা আনারকলিতে দেখা গিয়েছিল তাঁকে। সঙ্গে স্পষ্ট হয়েছিল সোনাক্ষীর বেবি বাম্প। আর তা দেখেই বলিউডে গুঞ্জন, সোনাক্ষী নাকি অন্তঃসত্ত্বা!
২০২৪ সালের জুন মাসে জাহির ইকবালের সঙ্গে বিয়ে হয় সোনাক্ষীর। বিয়ের কয়েক মাস কাটতেই শোনা যায় সোনাক্ষী নাকি অন্তঃসত্ত্বা। কিন্তু তখন সেই খবরকে ভুয়ো খবর বলে উড়িয়ে দিয়েছিলেন সোনাক্ষী। স্পষ্ট বলেছিলেন, অন্তঃসত্ত্বা নয়, বরং মোটা হয়েছেন তিনি। তারপর থেকেই নানা সময়ই সোনাক্ষীর মা হওয়ার খবর রটেছিল। কিন্তু তা নিয়ে কোনও মন্তব্য করেননি সোনাক্ষী বা জাহির কেউই। তবে এবার ফ্যাশন শোয়ে ঢিলেঢালা পোশাক ও বেবি বাম্প দেখেই হইচই বলিউডে।
সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সোনাক্ষী ও জাহিরের সেই ভিডিয়ো। নেটিজেনরা সোনাক্ষীকে দেখে আলোচনাও শুরু করে দিয়েছেন। অনেকেই বলছেন, সোনাক্ষীর চেহারার চাকচিক্য এবং ওড়নায় ঢাকা বেবি বাম্প দেখে স্পষ্টই বোঝা যাচ্ছে, যে জাহির ও সোনাক্ষীর সংসারে নতুন সদস্য আসছে। তবে এই নিয়ে এখনও পর্যন্ত কোনও মন্তব্য করতে চাননি সোনাক্ষী বা জাহির কেউই।