বর্ষায় হালকা মেকআপ
আকাশে কালো মেঘের ঘটঘটনা। সেই সঙ্গে বর্ষার আমেজে চলছে পার্টি, গেট টু গেদার অনুষ্ঠান। সাজের সঙ্গে এবং প্রকৃতির সঙ্গে মানান সই মেকআপ না করলে যেন আনন্দটাই মাটি। আর বর্ষাকালে মেকআপের মূলমন্ত্রই হলো স্নিগ্ধতা, হালকা ভাব আর স্থায়িত্ব।
বর্ষার মরশুমে বৃষ্টি হোক আর না হোক বাতাসে আদ্রর্তা থাকে বেশি। এ সময় মেকআপ এমনভাবে করা উচিত যাতে ত্বকে সহজে বসে এবং অনেকক্ষণ ভালো থাকে।
1) প্রাইমার: একটি মসৃণ ভিত্তি তৈরি করতে এবং অতিরিক্ত তেল পরিচালনা করতে মেকআপের আগে একটি ম্যাটিফাইং প্রাইমার প্রয়োগ জরুরী বর্ষায় । এটি মেকআপ দীর্ঘস্থায়ী করতেও সাহায্য করবে ।
2) হালকা ফাউন্ডেশন: আর্দ্রতা বা বৃষ্টি মোকাবিলা করার জন্য হালকা এবং জলরোধী ফাউন্ডেশন বেছে নিন । এটি মেকআপকে ঠিক জায়গায় রাখতে সাহায্য করবে ।
3) চোখের সাজ: বর্ষাকালে বাকি মেকআপ ন্যূনতম রেখে চোখ এবং ঠোঁট হাইলাইট করা একটি ভালো ধারণা। এজন্য বেছে নিন ভাইব্রেন্ট ও ওয়াটারপ্রুফ আইশ্যাডো । এছাড়াও জলরোধী আইলাইনার দিয়ে আপনার চোখ সংজ্ঞায়িত করুন । অন্যদিকে চোখ বড় করতে ওয়াটারপ্রুফ মাস্কারা দিয়ে চোখের দোররা কার্ল করুন । ঠোঁটের জন্য বোল্ড শেড বেছে নিন ।
4) ম্যাটিফাইং লিপস্টিক: বর্ষার জন্য ক্রিমি লিপস্টিকের পরিবর্তে ম্যাট বা সেমি-ম্যাট ফিনিশ যুক্ত লিপস্টিক বেছে নিন। এগুলি দীর্ঘস্থায়ী এবং সহজে দাগ পড়ে না ।
5) লুজ পাউডার গ্রহণ করুন: বর্ষাকালে মুখে আর্দ্রতা বা তেলের সমস্যা হতে পারে । এই ক্ষেত্রে মেকআপ সেট করতে আলগা পাউডার ব্যবহার করুন এবং তেল অ্যাক্সেস করতে তেল শোষণ করুন । আপনার টি-জোনে হালকাভাবে পাউডার লাগান কারণ এই জায়গাটি বেশি তৈলাক্ত ।
6) সেটিং স্প্রে: অবশেষে আপনার মেকআপকে লক করার জন্য একটি সেটিং স্প্রে প্রয়োজন। এমন একটি পণ্য চয়ন করুন যা একটি ম্যাট ফিনিশ এবং স্থায়ী করার জন্য ডিজাইন করা একটি সূত্র সরবরাহ করে । এটি আপনার মেকআপকে আর্দ্রতা শোষণ করতে এবং দীর্ঘ সময়ের জন্য সতেজ থাকতে সাহায্য করবে ।
7) ব্লটিং পেপার: মেকআপ করার পর যদি মুখে তেল দেখা যায়, তাহলে তার জন্য ব্লটিং পেপার ব্যবহার করুন । মেকআপ নষ্ট না করে অতিরিক্ত তেল দূর করতে ব্লটিং পেপার দিয়ে আলতো করে মুখ ড্যাপ করুন ।
উপরোক্ত নিয়মগুলি মানবে এই সমস্যা থেকে রেহাই পাওয়া সম্ভব। তাই ‘মনডে ব্লু’জ’ কাটিয়ে অফিস যাওয়ার আগে মেকআপের ক্ষেত্রে এই টিপসগুলি কাজে লাগাতেই পারেন।