মেকআপের এইসব ট্রিকই দেবে লং লাস্টিং এফেক্ট
বিয়ের মরসুম মানে একটার পর একটা নিমন্ত্রণ, তার সঙ্গে একটা চাপা উত্তেজনা যে কোনদিন কী পরব, কীভাবে সাজব। সুন্দর পোশাক বা হেয়ারস্টাইল মিলিয়ে লুক হতে হবে 'গর্জাস'! কিন্তু এই সব কিছুকে একসঙ্গে ব্যালেন্স করে একটা পারফেক্ট মেকআপ আর তার ফিনিশিং টাচ (perfect makeup and finishing)।
সঠিক মেকআপই পুরো লুককে (perfect maeup look) ধরে রাখে। পোশাককে আরও উজ্জ্বল করে তোলে, আবার আপনার মুখের সেরা বৈশিষ্ট্যগুলোকেও ফুটিয়ে তোলে। বোল্ড গ্ল্যাম লুক হোক বা সফট, ন্যাচারাল ফিনিশ - কিছু টিপস আর ট্রিকস (long lasting makeup tricks and tips) জানা থাকলে তবেই লুক ঘণ্টার পর ঘণ্টাও থাকবে ফ্রেশ (long-lasting wedding makeup) - জানালেন ‘শ্রয়োয়ান কসমেটিক্স’-এর সহ-প্রতিষ্ঠাতা ও বিউটি এক্সপার্ট দৃষ্টি মাদনানি।
শুরু শুরুতে মেকআপ নিখুঁত দেখালেও, সময়ের সঙ্গে সঙ্গে ঘামে, আর্দ্রতায়, দীর্ঘ সময় বাইরে থাকা আর খাওয়াদাওয়ার মাঝে সেটি দ্রুতই বিবর্ণ হতে শুরু করে অনেকসময়। হয়তো স্মাজ করতে শুরু করল বা হয়তো দেখলেন প্যাচিনেস আসছে। ফলে বিয়েবাড়ির দিনের শেষে ছবি তুলতে গিয়ে মন খারাপ হতে পারে।
বিউটি এক্সপার্ট দৃষ্টি মাদনানি জানালেন, লং লাস্টিং বা দীর্ঘস্থায়ী মেকআপের শুরুটাই হয় বেস প্রিপারেশন থেকে। তাঁর কথায়, “লং-লাস্টিং মেকআপ মানেই সঠিক প্রস্তুতি, লেয়ারের স্মার্ট ব্যবহার, আর সঠিক প্রোডাক্ট বেছে নেওয়া। স্মাজ-প্রুফ সুন্দর ফিনিশিং মানেই হল এইগুলোর ব্যালেন্স।”
সেই ব্যালেন্স বজায় রাখতে রইল বিশেষজ্ঞের ৫টি টিপস
১) প্রেপ অ্যান্ড প্রাইম: মুখটাই হবে নিখুঁত ক্যানভাস
- সবথেকে আগে মুখ ভালভাবে ক্লিন করে ও ময়েশ্চারাইজ করে নিন, যাতে ত্বকে মসৃণভাব তৈরি হয়। তাকে মেকআপ বসেও ভাল করে।
- স্কিনকেয়ার প্রোডাক্ট ত্বকে ভাল করে বসে গেলে স্কিন টাইপ অনুযায়ী প্রাইমার ব্যবহার করুন।
- ওয়েলি স্কিন: ম্যাটিফাইং প্রাইমার, ড্রাই/নর্মাল স্কিন: হাইড্রেটিং প্রাইমার
- ঠোঁট আর চোখ ভুলবেন না! ঠোঁট স্ক্রাব ও ময়েশ্চারাইজ করুন। চোখের পাতায় আইশ্যাডো প্রাইমার লাগালে রঙ নিস্তেজ বা ক্রিজিং হওয়ার সম্ভাবনা কমে।
২) লেয়ারিং টেকনিক
- হালকা করে লাগান, ধীরে ধীরে বিল্ড আপ করুন।
- মেকআপ সবসময় পাতলা, বারবার লেয়ার করে লাগান। এতে মেকআপ ভারী দেখায় না।
- ফাউন্ডেশন হালকা হাতে লাগিয়ে ভেজা স্পঞ্জ দিয়ে প্রেস করলে ন্যাচারাল, ব্লারড ফিনিশ পাওয়া যায়।
- কনট্যুর ও ব্লাশের ক্ষেত্রে প্রথমে ক্রিম বেস, তারপর হালকা ট্রান্সলুসেন্ট পাউডার।
এইভাবে লেয়ার করলে মেকআপ ভাল করে বস্তে পারে ত্বকে, ডেফিনেশন বাড়ায়, আর লুক দীর্ঘস্থায়ী করে।
৩) লুক সেট করে ফেলুন
- পুরো মেকআপ শেষ হলে মুখে হালকা ট্রান্সলুসেন্ট পাউডার ব্যবহার করুন, বিশেষত যেসব জায়গায় তেলতেলে ভাব বেশি।
- শেষে অবশ্যই সেটিং স্প্রে, যাতে ঘাম, আর্দ্রতা আর লম্বা সময় পরও মেকআপ উঠবে না।
৪) ওয়াটারপ্রুফ-স্মাজপ্রুফ মাস্ট!
মাশকারা, আইলাইনার ও অন্যান্য আই-মেকআপে ওয়াটারপ্রুফ ও স্মাজপ্রুফ প্রোডাক্ট ব্যবহার করুন। বিয়ের বাড়ির গরম, নাচ, আর্দ্রতা - কিছুতেই তখন মেকআপ নষ্ট হবে না।
৫) টাচ-আপ কিট অবশ্যই রাখুন
বিয়ের বাড়িতে দীর্ঘ সময় কাটাতে হলে ছোট্ট একটি টাচ-আপ কিট কাছে রেখে দিন দিনভর ছোটখাটো টাচ-আপের জন্য সেটাই যথেষ্ট। তাতে রাখুন-
- ব্লটিং পেপার
- লিপ কালার
- প্রেসড পাউডার
- ট্রাভেল-সাইজ সেটিং স্প্রে
এক্সপার্ট দৃষ্টির কথায়, দীর্ঘস্থায়ী, নিখুঁত মেকআপের চাবিকাঠি হল সঠিক 'প্রিপারেশন', টেকনিক, আর লং-ওয়্যার কসমেটিকস।