You will be redirected to an external website

এবার ঘরের টবেই ফলবে পুষ্টিকর ব্রোকলি! জেনে নিন মাটি তৈরির সহজ কৌশল

Broccoli or 'green cauliflower' is now the first choice of health-conscious people among winter vegetables.

এবার ঘরের টবেই ফলবে পুষ্টিকর ব্রোকলি

শীতকালীন সবজির মধ্যে ব্রোকলি বা ‘সবুজ ফুলকপি’ এখন স্বাস্থ্যসচেতন মানুষের প্রথম পছন্দ। ভিটামিন-সি, পটাশিয়াম এবং অ্যান্টি-অক্সিডেন্টে ভরপুর এই সবজিটি চাষ করা কিন্তু ফুলকপির মতোই সহজ। শুধু প্রয়োজন সঠিক পুষ্টিসমৃদ্ধ মাটি। সঠিক পদ্ধতিতে মাটি তৈরি করতে পারলে একটি টব থেকেই আপনি পেতে পারেন বড় আকারের সতেজ ব্রোকলি।

বিশেষজ্ঞদের মতে, ব্রোকলি চাষের জন্য প্রয়োজন খুব ঝুরঝুরে এবং উর্বর মাটি। টবে ব্রোকলি চাষের জন্য মাটি তৈরির আদর্শ নিয়মটি দেখে নিন:

মাটি তৈরির সঠিক মিশ্রণ: চারা রোপণের অন্তত ৭-১০ দিন আগে মাটি তৈরি করে রাখা ভালো। আদর্শ মিশ্রণটি হবে নিম্নরূপ:

দোআঁশ মাটি: ৫০ শতাংশ (পুরনো পরিষ্কার মাটি হলে ভালো)।

গোবর সার বা ভার্মিকম্পোস্ট: ৩০ শতাংশ (জৈব সারের পরিমাণ বেশি হলে ফলন ভালো হয়)।

কোকোপিট বা কাঠের গুঁড়ো: ১০ শতাংশ (মাটির আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে)।

বালি: ১০ শতাংশ (জল নিকাশি ব্যবস্থা ভালো রাখার জন্য)।

অতিরিক্ত পুষ্টি: এর সঙ্গে এক মুঠো নিম খোল এবং এক চামচ হাড়ের গুঁড়ো মিশিয়ে দিলে গাছে পোকা ধরার ভয় কম থাকে এবং গাছের গঠন মজবুত হয়।

টব নির্বাচন ও চারা রোপণ: ব্রোকলির জন্য অন্তত ১০-১২ ইঞ্চির টব ব্যবহার করা উচিত। টবের নিচে অবশ্যই জল বেরোনোর ছিদ্র থাকতে হবে। মাটি তৈরির পর চারা গাছটি আলতো করে বসিয়ে দিন। মনে রাখবেন, ব্রোকলি চারা খুব বেশি গভীরে পোঁতা উচিত নয়।

পরিচর্যার বিশেষ টিপস: ১. রোদ: ব্রোকলি রোদ খুব পছন্দ করে। তাই টবটি এমন জায়গায় রাখুন যেখানে দিনে অন্তত ৫-৬ ঘণ্টা কড়া রোদ পায়। ২. জল: গোড়ায় যেন জল না জমে, আবার মাটি যেন একেবারে শুকিয়েও না যায়। আর্দ্রতা বুঝে জল দিন। ৩. তরল সার: গাছ একটু বড় হলে ১৫ দিন অন্তর খোল পচা জল দিলে ফলন আশাতীত ভালো হবে।

ব্রোকলি গাছে সাধারণত পোকার উপদ্রব দেখা যায়। এর প্রতিকারে রাসায়নিক বিষ ব্যবহার না করে নিম তেল স্প্রে করা বেশি নিরাপদ। ব্রোকলির মূল ফুলটি তুলে নেওয়ার পর ছোট ছোট ডাল থেকেও আবার ছোট ছোট ফলন পাওয়া যায়, তাই গাছ একবারে উপড়ে ফেলবেন না।

AUTHOR :Rima Ghatak

Rima Banerjee is a content writer at Express News, with over 3 years of experience in digital journalism. She holds a Bachelor's degree in Mass Communication from Kazi Nazrul University. Passionate about news and storytelling, Rima is dedicated to delivering accurate, engaging, and timely content that connects with readers across platforms.

উল্লেখ নেই ভারতের! কোলাপুরি চপ্পল নকল করে বিতর্কে ইতালিয়ান ফ্যাশান সংস্থা প্রাডা Read Previous

উল্লেখ নেই ভারতের! কোলাপ...