You will be redirected to an external website

খুশকি নিয়ে নাজেহাল? তেল মাখার নিয়মটা বদলে ফেলুন

Many people suffer from dandruff during winter. Using thousands of shampoos and medicines available in the market does not help.

খুশকি নিয়ে নাজেহাল?

শীতকালে অনেকেই খুশকি নিয়ে নাজেহাল হয়ে যায়। বাজার চলতি হাজার রকম শ্যাম্পু, ওষুধ ব্যবহার করেই, লাভ হয় না কিছু। উলটে চুল ঝরতে শুরু করে। স্ক্যাল্প শুকিয়ে যায়। কিন্তু জানেন কি? নারকেল তেলেই ঝটপট দূর হবে এই সমস্যা। তবে এই তেল মাখার রয়েছে নানা নিয়ম। এতদিন যেভাবে তেল মেখে এসেছেন, তা আজই বদলে ফেলুন। দেখবেন দ্রুত কাজ হবে।

একটি পাত্রে নারকেল তেল নিয়ে তার মধ্যে কিছু পরিমাণ কারি পাতা দিয়ে ফোটাতে থাকুন। পাতাগুলি যেন ভাল করে পুড়ে তেলের সঙ্গে ভাল করে মিশে যায়। তার পর এই মিশ্রণ ভাল করে ছেঁকে নিয়ে চুলের গোড়ায় ভাল করে মালিশ করুন। আধ ঘণ্টা থেকে এক ঘণ্টা রেখে দিন। নরম শ্যাম্পু দিয়ে ভাল করে ধুয়ে ফেলুন। সপ্তাহে দু’বার এই মিশ্রণ মাথায় লাগান। দেখবেন খুশকি দূর হয়ে, চুল তাড়াতাড়ি বাড়বে।

কয়েকটি কারি পাতা বেটে একটি মিশ্রণ তৈরি করে নিন। সেই মিশ্রণের মধ্যে টক দই মিশিয়ে নিন। মিশ্রণটি মাথার তালুতে লাগিয়ে নিয়ে হালকা হাতে ম্যাসাজ করুন। ২০ থেকে ২৫ মিনিট রেখে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে এক দিন কারি পাতার মাস্ক লাগালে চুলের ঘনত্ব বাড়বে।

নারকেল তেলে তাজা লেবুর রস মেশান এবং ধোয়ার আগে এই মিশ্রণ দিয়ে আপনার মাথার ত্বকে ম্যাসাজ করুন। এটি খুশকি দূর করবে এবং মাথার ত্বক ভালোভাবে ময়েশ্চারাইজ করবে।

আপনার সাধারণ শ্যাম্পুতে আপেল সাইডার ভিনেগার মিশিয়ে সপ্তাহে একবার চুল ধুয়ে নিন।

যদি এতেও কোনও লাভ না হয়, তাহলে ডাক্তারকে কিন্তু দেখাতেই হবে। আর নিয়মিত শ্যাম্পু করতে কিন্তু ভুলবেন না।

AUTHOR :Rima Ghatak

Rima Banerjee is a content writer at Express News, with over 3 years of experience in digital journalism. She holds a Bachelor's degree in Mass Communication from Kazi Nazrul University. Passionate about news and storytelling, Rima is dedicated to delivering accurate, engaging, and timely content that connects with readers across platforms.

উল্লেখ নেই ভারতের! কোলাপুরি চপ্পল নকল করে বিতর্কে ইতালিয়ান ফ্যাশান সংস্থা প্রাডা Read Previous

উল্লেখ নেই ভারতের! কোলাপ...

Winter means fresh vegetables and frozen food. What if we add some new healthy yet delicious snacks to our diet to overcome the boredo Read Next

সবজির মোড়কে শীতের জাদু, ...