You will be redirected to an external website

মাথায় গজাবে নতুন চুল, ত্বক হবে ঝকঝকে, নারকেলের জলেই সব সমস্যার সমাধান

Many people use coconut oil to keep their hair healthy. Many also apply coconut oil to their skin regularly to relieve dryness.

নারকেলের জলেই সব সমস্যার সমাধান

অনেকেই চুল ভাল রাখতে নারকেল তেল ব্যবহার করে থাকেন। অনেকে আবার শুষ্কতা দূর করার জন্য নিয়মিত ত্বকে নারকেল তেল মাখেন। তবে রূপ বিশেষজ্ঞরা বলছেন, নারকেল তেল নয়, জলেও রয়েছে ম্যাজিক উপাদান। যা কিনা চুল ও ত্বকে ম্যাজিকের মতো কাজ করবে। তবে বিশেষ নিয়মেই নারকেল জল ব্যবহার করতে হবে। না হলে কিন্তু উপকারের বদলে অপকারই হবে বেশি। কীভাবে করবেন? রইল সহজ বিউটি টিপস।

১) মুখে যদি বসন্তের দাগ বা ব্রণর দাগ থাকে, তাহলে নারকেল জলে তুলো ভিজিয়ে মুখ মুছে নিন। একমাস এটা করলেই দেখবেন দাগ একেবারে গায়েব।

২) তৈলাক্ত কিংবা শুষ্ক ত্বক। নারকেল জল যে কোনও ত্বকের জন্যই ভীষণ উপকারি। যাঁদের ব্রণ হওয়ার খুব ধাত রয়েছে, তাঁরা নারকেল জলে তুলো ভিজিয়ে সেটা দিয়ে মাঝে মধ্যেই মুখ মুছে নিন। দেখবেন এতে উপকার পাবেন।

৩) বর্ষাকালে অনেকেই চুল পড়ার সমস্যায় ভোগেন। নারকেলের জল হালকা গরম করে তা দিয়ে মাথায় মাসাজ করে নিন। দেখবেন খুব জলদি সমস্যা থেকে মুক্তি পাবেন। কিংবা শ্যাম্পু করার পরে নারকেল জল দিয়ে চুল ধুয়ে নিন। এতে চুল উজ্জ্বলও যেমন হবে, তেমনি খুসকির সমস্যাও দূর হবে।

৪) বেসনের সঙ্গে নারকেল জল মিশিয়ে ফেসপ্যাক বানিয়ে নিন। তার মধ্যে অল্প মধুও মেশাতে পারেন। রোদে পোড়া ত্বকের জেল্লা ফেরাতে এই ফেসপ্যাক কিন্তু দারুণ কাজ করে।

AUTHOR :Rima Ghatak

Rima Banerjee is a content writer at Express News, with over 3 years of experience in digital journalism. She holds a Bachelor's degree in Mass Communication from Kazi Nazrul University. Passionate about news and storytelling, Rima is dedicated to delivering accurate, engaging, and timely content that connects with readers across platforms.

উল্লেখ নেই ভারতের! কোলাপুরি চপ্পল নকল করে বিতর্কে ইতালিয়ান ফ্যাশান সংস্থা প্রাডা Read Previous

উল্লেখ নেই ভারতের! কোলাপ...

There is already a cold feeling in the air. The skin has started to feel tight. But before that, there are various problems with the skin. Read Next

ঘন ঘন ঠোঁট শুকিয়ে যাচ্ছ...