রাত পোহালেই বাজারে ঢুকতে শুরু করবে বাংলাদেশের চওড়া পেটির ইলিশ! কত করে পড়বে দাম? |
Hair Colour Tips: পুজোর আগে হেয়ার কালারের প্ল্যান করছেন? চুলের রঙ নিখুঁত রাখতে মানুন এই টিপস
পুজোর আগে হেয়ার কালারের প্ল্যান করছেন
দুর্গাপুজো মানেই নতুন লুক, নতুন সাজ। শাড়ি, চুড়িদার, নতুন সাজ পোশাক, মেকআপের সঙ্গে চুলেও চাই একটু অন্যরকম টাচ। তাই অনেকেই পুজোর আগে ভাবেন হেয়ার কালার (Hair Colour) করানোর কথা। তবে শুধু রঙে পরিবর্তন করলেই হবে না, এক্ষেত্রে বেশ কিছু বিষয় মাথায় রাখা জরুরি। না হলে উল্টে চুলের বিরাট ক্ষতি (Hair Damage) হতে পারে।
চলুন দেখে নেওয়া যাক, হেয়ার কালারের আগে কোন কোন দিকে খেয়াল রাখবেন?
চুলের ধরন ও রঙ বেছে নিন সঠিকভাবে – আপনার ত্বকের টোন ও চুলের প্রাকৃতিক রঙ অনুযায়ী কালার বেছে নিন। গাঢ় টোন যেমন ব্রাউন, বার্গান্ডি বা ব্ল্যাক-ব্রাউন বেশি দিন টেকে। হালকা রঙ করলে রেগুলার টাচ-আপের ঝামেলা বেশি হয়। তাই ভাল ব্র্যান্ড ব্যবহার করুন। নকল বা রাসায়নিক ভরা রঙ চুল ভেঙে দিতে পারে। পেশাদার হেয়ার কালার বা ডার্মাটোলজিস্ট-অ্যাপ্রুভড ব্র্যান্ড বেছে নিন। অ্যামোনিয়া-ফ্রি কালার চুলের জন্য তুলনামূলক নিরাপদ। হেয়ার কালারের আগে অ্যালার্জি টেস্ট জরুরি। নতুন কালার ব্যবহার করার আগে প্যাচ টেস্ট করা জরুরি।
কালারের আগে চুলের যত্ন নিতে হবে। রঙ করার এক সপ্তাহ আগে হট অয়েল ম্যাসাজ ও ডিপ কন্ডিশনিং করুন। এতে চুল মজবুত থাকবে, রঙও বেশি দিন টিকে যাবে। আর হেয়ার কালার করার পর যত্ন নিতে ভুলবেন না। কালার-প্রোটেক্ট শ্যাম্পু ও কন্ডিশনার ব্যবহার করতে হবে। সরাসরি রোদে বেরোলে চুল ঢেকে রাখতে হবে। হেয়ার স্পা বা প্রোটিন ট্রিটমেন্ট করলে চুলের রঙ অনেক দিন ঝলমলে থাকবে।